‘মন্দির খালি না করলে কানহাইয়ার মতো মুণ্ডু কাটব”! পুরোহিতকে পাঠানো হুমকি চিঠি নিয়ে আতঙ্ক

বাংলা হান্ট ডেস্কঃ ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে রাজস্থানে (Rajasthan) বিতর্ক কমার কোন লক্ষণ নেই। একের পর এক নতুন ঘটনা উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। সম্প্রতি, পয়গম্বর ইসুতে প্রাক্তন বিজেপির (BJP) মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্যকে সমর্থন করা কানহাইয়া লাল (Kanhaiya) নামে এক দর্জির মুণ্ডচ্ছেদ করে নৃশংসভাবে খুন করে দুই দুষ্কৃতী। সেই বিতর্ক থামতে না থামতে পুনরায় মন্দিরের এক পুরোহিতকে চরম হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হলো, যেখানে মন্দির খালি না করলে তাঁর পরিণতি কানহাইয়ার মতো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সম্প্রতি, রাজস্থানের ভরতপুর জেলার অন্তর্গত এমএসজে কলেজ চত্বরে একটি মন্দিরকে ঘিরে বিতর্ক শুরু হয়। মন্দিরের এক পুরোহিতকে উদ্দেশ্য করে একটি হুমকি চিঠি লেখা হয়েছে। যেখানে বলা হয়, “দশ দিনের মধ্যে যদি মন্দির ছেড়ে না যাও, তবে মুণ্ডচ্ছেদ করে মারা হবে।” ওই ব্যক্তিকে খুনের হুমকি দেওয়া এই চিঠি ঘিরে মুহূর্তের মধ্যেই শোরগোল পড়ে যায় সর্বত্র। চিঠির মধ্যে কানহাইয়ার মৃত্যুর প্রসঙ্গটি উল্লেখ করা হয়। যেভাবে নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন জানানোয় তাঁর শিরচ্ছেদ করে নৃশংসভাবে খুন করা হয়, কথা না মানলে মন্দিরের পুরোহিতেরও সেই একই পরিণতি হবে বলে উল্লেখ করা হয়।

বর্তমানে এই ঘটনায় হিন্দু সংগঠনগুলির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সকলেই অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছে। উল্লেখ্য, কলেজ চত্বরে মন্দিরের এক পুরোহিতকে উদ্দেশ্য করে এই চিঠিটি কারা এবং কেন দিয়েছে, সে প্রসঙ্গে কোনো স্পষ্ট ধারণা মেলেনি। তবে ইতিমধ্যে সরব হয়েছে ABVP। তাদের দাবি, “যারা এই চিঠিটি পাঠিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করা উচিত। নাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে।”

সুত্রের খবর, অভিযোগটি পাওয়া মাত্র স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় এবং বর্তমানে সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। সিসিটিভি ক্যামেরা দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে তারা। এ বিষয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করার বিষয়ে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Rajasthan

উল্লেখ্য, কয়েকদিন পূর্বে কানহাইয়া লাল নামে রাজস্থানের এক দর্জিকে নৃশংসভাবে খুন করে দু’জন দুষ্কৃতী। মুণ্ডচ্ছেদ করে খুন করা হয় তাকে, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজ্যে। পরবর্তীতে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ এবং বর্তমানে তাদের কঠোর শাস্তির দাবি তুলেছে সকলে। এর মাঝেই মন্দিরের পুরোহিতকে উদ্দেশ্য করে এই হুমকি চিঠি নতুন বিতর্কের সৃষ্টি করল বলে মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর