ক্ষমতা বৃদ্ধি করছে নিম্নচাপ, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি

বাংলাহান্ট ডেস্ক : ক্রমশ শক্তি বৃদ্ধি হচ্ছে নিম্নচাপের! ওড়িশা দিয়ে নিম্নচাপটি ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে। যার কারণে, শক্তি বাড়লেও এ রাজ্যে প্রভাব কিছুটা কমবে বলেই জানান হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পক্ষ থেকে। আজ বুধবার উপকূলের জেলা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েক দফা ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়েই। শহর কলকাতাতেও (Kolkata Weather) বেশ কয়েক দফা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। উত্তাল হয়ে উঠবে সমুদ্রও। সমুদ্র উপকূলে প্রায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। আজও দীঘা, মন্দারমনি, তাজপুর, বকখালি ও সাগরদ্বীপের সমুদ্র সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে বলেই খবর।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২৭.৪° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৪%
বাতাস : ২২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯১%

আজকের আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে পরবর্তী ২৪ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। আকাশ স্বাভাবিকভাবেই মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। পাহাড়ের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে মৌসম ভবন। দিনের তাপমাত্রাও বাড়বে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও থাকতে পারে।

অপরদিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এটির অবস্থান করছে। এটি ক্রমশঃ অগ্রসর হচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। ওড়িশার উপর দিয়ে প্রবাহিত এই নিম্নচাপের গতিমুখ হবে ছত্রিশগড়ের দিকে। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব  মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বাকি দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত।

আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এই জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া : উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। অপরদিকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। জারি হয়েছে লাল সতর্কতাও।

Sudipto

সম্পর্কিত খবর