কেষ্টর গ্রেফতারিতে আনন্দিতদের চড়াম চড়াম দেওয়ার বার্তা! বীরভূমে খোঁজ মিলল আরেক অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)  শাসনকালে আলোচনার কেন্দ্রবিন্দুতে সর্বত্রই বিরাজমান অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বিরোধীদের কটাক্ষ করা হোক কিংবা একের পর এক জনপ্রিয় সংলাপ বা হুঁশিয়ারির মাধ্যমে খবরের শিরোনামে থাকেন বীরভূম জেলা সভাপতি। কখনো ‘চড়াম চড়াম ঢাক বাজাবো’, আবার কখনো ‘গুড়-বাতাসা’, বাংলার মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় অনুব্রতর এ সকল সংলাপ। বর্তমানে তৃণমূলের সেই দাপুটে নেতা সিবিআইয়ের হাতে গ্রেফতার। তবে এর মাঝেও বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপট যে এখনো বিরাজমান, এবার সেই আঁচই পাওয়া গেল। গতকাল অনুব্রতর সুরেই একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেতা দুলাল রায় (Dulal Roy) বলেন, “গুড়-বাতাসা বিলি করলে পিঠের চামড়ায় চড়াম চড়াম ঢাক বাজবে।” স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

উল্লেখ্য, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর থেকে একাধিক স্থানে বিক্ষোভের দেখা মিলেছে। একদিকে যখন সিপিএম, কংগ্রেস ও বিজেপির মতো দলগুলি অনুব্রত গ্রেফতারির পর বাংলার বিভিন্ন প্রান্তে ঢাক-ঢোল বাজানোর পাশাপাশি গুড় ও বাতাসা বিলি করে চলেছে, আবার অপরদিকে গতকাল থেকে সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। গতকাল বীরভূমের ইলামবাজারে প্রতিবাদ মিছিলে হাঁটেন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল রায়।

Untitled design 2022 08 12T122600.358

মিছিলের শেষে বক্তৃতা দিতে উঠে দুলালবাবু জানান, “নার্ভাস হয়ে পড়ার কোন কারণ এখনো পর্যন্ত দেখা যায়নি। আমাদের এলাকায় যদি কেউ গুড়-বাতাসা বিলি করতে চায়, তবে তার পিঠের চামড়ায় চড়াম চড়াম করে ঢাক বাজানো হবে।” বর্তমানে অনুব্রত মণ্ডল দশ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। তবে এর মাঝেও তাঁর সুরেই হুঁশিয়ারি দেওয়ার মাধ্যমে তৃণমূল নেতা বিতর্ক আরো বাড়িয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর