বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গুরু পাচার মামলায় তৃণমূল নেতার সরাসরি যোগ রয়েছে বলে অনুমান সিবিআইয়ের আর এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই সূত্রে খবর, সম্ভবত বৃহস্পতিবার অনুব্রত কন্যাকে কেন্দ্রীয় এজেন্সির প্রশ্নের মুখে পড়তে হতে চলেছে। একই সঙ্গে বীরভূমের জেলা সভাপতির হিসাব-রক্ষক মনীশ কোঠারিকেও জেরা করতে চলেছে তারা। গরু পাচার দুর্নীতিতে অনুব্রত মণ্ডলের সম্পত্তির খোঁজ চালাতে সিবিআইয়ের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে হেফাজতে নিলেও এখনো পর্যন্ত তাঁর বিরুদ্ধে বিশাল সম্পত্তির খোঁজ মেলেনি। এক্ষেত্রে একাধিক সম্পত্তি বেনামে রয়েছে বলে খবর। যদিও বর্তমানে তদন্তের জাল গোটাতে তৎপর হয়ে উঠেছে সিবিআই। এক্ষেত্রে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং পুলিশ কর্মীদের পাশাপাশি অনুব্রত কন্যার সম্পত্তির থেকেও নজর রয়েছে তাদের। বোলপুরে সুকন্যা মণ্ডলের নামে ৬ টি জমি পাওয়ার পাশাপাশি একাধিক কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে তার নামে, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হতো বলে সিবিআই সূত্রে খবর।
এছাড়াও অনুব্রত ও সুকন্যার নামে থাকা জয়েন্ট ব্যাঙ্ক একাউন্টের দিকেও নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই সূত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার চিনার পার্কে তৃণমূল নেতার ফ্ল্যাটেই তাঁর মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য রওনা দিয়েছেন সুকন্যা। ফলে অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই মামলায় নয়া কোন তথ্য উঠে আসে, সেটাই দেখার।