ব্যাংককের ব্যাঙ্কের টাকা দিয়ে আটব্যাগ সোনা কেনে অভিষেকের স্ত্রী! বিস্ফোরক দাবি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে একের পর এক দুর্নীতি মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এর মাঝেই অভিষেক বনাম শুভেন্দু অধিকারী দ্বন্দ্বে বিতর্কের আঁচ আরো বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আর এবার তৃণমূল নেতাকে পাল্টা আক্রমণ করে বসলেন শুভেন্দু।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দেওয়ার পাশাপাশি বিজেপি নেতার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় দলীয় মিছিলে অভিষেক এবং রুজিরাকে একের পর এক আক্রমণ শানান শুভেন্দু।

উল্লেখ্য, গত শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর যোগসূত্র রয়েছে বলে দাবি করেন অভিষেক। এমনকি, দুজনের মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ তাঁর কাছে রয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা। গতকাল হাওড়ার উত্তর পাড়ায় একটি মিছিলে হাঁটার সময় অবশেষে অভিষেকের সেই বক্তব্যেরই যেন পাল্টা দিলেন শুভেন্দু।

আগামী ১৩ ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার আগে গতকাল হাওড়ার উত্তর পাড়ায় একটি দলীয় মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে অন্যান্য একাধিক বিজেপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মিছিল শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আনেন শুভেন্দু। ব্যাঙ্ককের ব্যাঙ্কের একটি চেক দেখিয়ে সেটি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেন বিজেপি নেতা।

শুভেন্দু বলেন, “ব্যাঙ্ককে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তীতে ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে সেখানে গিয়ে ওই অ্যাকাউন্টটি বন্ধ করেন তিনি। শুধু তাই নয়, এরপরই রুজিরা তাঁর বোন মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করে দেন। ওদের উদ্দেশ্য ছিল, লোকসভা ভোটের আগে ওই টাকা দিয়ে সোনা কেনা। পরবর্তীতে আট ব্যাগ সোনা নিয়ে দমদম এয়ারপোর্ট দিয়ে আসার সময় কাস্টমসের হাতে ধরা পড়ে তারা। যদিও পরবর্তীতে বিধাননগর কমিশনারেটের কমিশনার জ্ঞানবন্ত সিং এসে সেগুলি নিয়ে চলে যায়।” শুভেন্দুর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।

Untitled design 2022 08 26T144504.148

সম্প্রতি, কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুলে শুভেন্দু জানান, “আমার ফোন থেকে বিনয় মিশ্রের সঙ্গে কথা বলা হয়েছে, আগে তা প্রমাণ করুক অভিষেক। যদি প্রমাণ করতে না পারে তাহলে বুঝতে হবে গলা নকল করা হয়েছে।” পরবর্তীতে মিছিলে উপস্থিত জনগণের উদ্দেশ্যে নিজের মোবাইল নম্বর জানিয়ে শুভেন্দু দাবি করে, “এটা আমার নম্বর। এখান থেকে বিনয়কে কল করা হয়েছে, তা আগে প্রমাণ করুক। আসলে ভাইপো সব জানে যে, কে কোথায় রয়েছে। এমনকি, বিনয়ের ভাইয়ের সঙ্গেও ওর প্রতিদিন কথা হয়।”

Sayan Das

সম্পর্কিত খবর