বাংলাহান্ট ডেস্ক : সামনেই ধনতেরাস। ধনতেরাস উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে থাকে সোনা ও রুপোর (Gold & Silver Price) বিপুল চাহিদা। এই সময়টা প্রত্যেক বছরই দেখা যায় যে সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বর্তমান সময় সারা পৃথিবীতে সোনা ও রুপোর দাম কিছুটা হলেও কমেছে। কিন্তু এর সাথে এটাও উল্লেখ্য যে সোনা ও রুপোর চাহিদায় কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।
শুক্রবার দেখা যায়, ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রাম পিছু ৫২৭৫ টাকা সস্তা হয়েছে। সোনার পাশাপাশি রুপোর দামেও এদিন পতন দেখা গেছে। এই সপ্তাহে রুপোর দাম প্রতি কেজিতে কমেছে ৩০০০ টাকা। এই সময়টা সারা ভারতবর্ষ জুড়ে উৎসবের মরসুম। আবার সামনেই ধনতেরাস। সোনা ও রুপোর দাম কমে যাওয়ায় তাই ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বিক্রি।
আসুন জেনে নেওয়া যাক সোনা ও রুপোর বর্তমান মূল্য:
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) শুক্রবার ডিসেম্বর ফিউচারের জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫০,৯২৫ টাকায় লেনদেন করছে। অন্যদিকে, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) রুপোর দাম ডিসেম্বরের ফিউচারের জন্য ৫৭,৪২২ টাকা প্রতি কেজিতে লেনদেন করছে।
সোনা ও রুপোর দাম আন্তর্জাতিক বাজারে:
১৬৭৬.৯০ ডলার প্রতি আউন্স হিসাবে আজ আন্তর্জাতিক বাজারে সোনা লেনদেন হচ্ছে।এছাড়া,১৯.০১৫ ডলার প্রতি আউন্সে আন্তর্জাতিক বাজারে লেনদেন হচ্ছে রূপো।
বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকায় মুদ্রাস্ফীতির জন্য সারা বিশ্বে সোনা ও রুপোর দামের উপর প্রভাব পড়ছে। দেশীয় বাজারে সোনা ও রুপোর দাম কিছুটা কমলেও, আন্তর্জাতিক বাজারে এই দুই মহামূল্যবান ধাতুর দাম কোথাও কোথাও বৃদ্ধি পেয়েছে।