বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ঘিরে ফের একবার উঠলো ‘গরু চোর’ স্লোগান। এদিন আসানসোল (Asansol) জেলা হাসপাতালে তৃণমূল নেতাকে নিয়ে আসার সময় তাঁকে ঘিরে ‘গরু চোর’ স্লোগান দেওয়া হয়। এ নিয়ে ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। পরবর্তীতে তৃণমূল নেতা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পায় তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক জমি এবং কোম্পানির খোঁজ পাওয়া যায়, যা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়ে সর্বত্র।
বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এদিন শারীরিক পরীক্ষা করার স্বার্থে তৃণমূল নেতাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়ম এক্ষেত্রে সর্বত্র কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হলেও অনুব্রতকে সামনে দেখতেই ধেয়ে আসে ‘গরু চোর’ স্লোগান।
উল্লেখ্য, এদিন অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হতে চলেছে, এই খবর সামনে আসতেই কড়া নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে ফেলা হয় গোটা হাসপাতাল চত্বর। এক্ষেত্রে নিরাপত্তা কড়া রাখলেও গাড়ি থেকে নামতেই অনুব্রতকে উদ্দেশ্য করে উড়ে আসে ‘গরু চোর’ ধ্বনি। ফলে উক্ত স্থানে বেশিক্ষণ রাখা হয়নি তাঁকে।
এক্ষেত্রে অতীতেও হাসপাতালে কিংবা অন্যত্র নিয়ে যাওয়ার সময় কেষ্টকে উদ্দেশ্য করে ‘চোর চোর’, ‘গরু চোর’ স্লোগান দেয় অনেকেই আর এদিনও তার অন্যথা হলো না! প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে এদিন হাসপাতালের সুপার বলেন, “সকল পরীক্ষা করা হয়েছে। আপাতত শারীরিক দিক থেকে বড় কোন সমস্যা দেখা যায়নি। প্রতিদিন যে ওষুধ খেতেন, সেগুলো চালিয়ে যেতে হবে। তবে ওঁনার ওজন ৯ কেজি কমেছে।”