বাংলাহান্ট ডেস্ক: তাঁর ফেরাটা ছিল শুধু সময়ের অপেক্ষা। অনুরাগীদের নজর ছিল কতটা বাদশাহি মেজাজে তিনি কামব্যাক করেন সেদিকেই। অগুন্তি ভক্তদের নিরাশ করেননি শাহরুখ খান (Shahrukh Khan)। চার বছরের বিরতি শেষে ধামাকাদার ওয়াপসি করেছেন তিনি। কিন্তু পাঠানের সাফল্য তাঁকে ভুলিয়ে দেয়নি আগের ব্যর্থতা।
বিগত কয়েক বছরে কেরিয়ারের সবথেকে খারাপ সময়টা পার করেছেন শাহরুখ। পরপর ফ্লপ হয়েছে তাঁর ছবি। বিশেষ করে ‘জিরো’ কার্যত মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। ফ্যান থেকে জব হ্যারি মেট সেজল কোনোটাই তেমন চলেনি। হারিয়েই যেতে বসেছিলেন কিং খান।
পাঠানের বিপুল সাফল্যের পর সম্প্রতি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল পাঠান টিমের তরফে। যশরাজ ফিল্মসের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন শাহরুখ, দীপিকা, জন এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেখানেই কেরিয়ারের কঠিন সময়টা নিয়ে মুখ খোলেন শাহরুখ।
অভিনেতা বলেন, “ব্যর্থতার সম্মুখীন হওয়ার সবার আলাদা আলাদা ধরণ আছে। আমার বাড়িতে একটা বিশেষ বাথরুম আছে। সবাই জানে, আমি সেখানে আছি মানেই আমি কাঁদছি। তবে সোমবারের ব্যাপারটাই সবথেকে গুরুত্বপূর্ণ। রবিবার যদি একটা ছবি ফ্লপ হয় তাহলে সোমবার উঠে ভাববে যে কীভাবে আরো কঠিন পরিশ্রম করতে হবে। আর যদি সিনেমাটা হিটও হয়, তাহলেও সোমবার সকালে উঠে ভাববে যে আগামীটার জন্য আবার নিজেকে প্রমাণ করতে হবে। সোমবার হল ইন্ডাস্ট্রির জন্য কাজে ফেরার দিন।’
দর্শকদের জন্যও এদিন বার্তা দেন শাহরুখ। তিনি বলেন, “মানুষকে নিরাশ করার জন্য আমার নিজেকে দায়ী মনে হয়। আমরা সবাই নিজেদের সবটা দিয়ে চেষ্টা করি। একটা সিনেমার সঙ্গে হাজার জন মানুষের জীবন জড়িয়ে থাকে। দর্শকরা নিরাশ হলে আমাদের খারাপ লাগে। তাই আবার পরিশ্রম করো, লেবার ক্লাস হও। যদি তেমন হতে না পারো তাহলে সিনেমা জগৎ তোমার জন্য নয়।’