বাংলাহান্ট ডেস্ক : যে সময় বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় তিনি শুরু করেছিলেন জনসংযোগ যাত্রা। এবার তৃণমূলের নব প্রজন্ম নেত্রীকে অনুসরণ করেই নিলেন নতুন কর্মসূচির উদ্যোগ। সেই কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু মাস ধরে বাংলাব্যাপী “সংযোগ যাত্রা” করবেন অভিষেক (Abhishek Banerjee)।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দু মাস ধরে মানুষের কাছে গিয়ে শুনবেন তাদের অভাব ও অভিযোগের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের কর্মীদের নিয়ে আগামী দু মাস সারা বাংলায় ঘুরে বেড়াবেন। এই কর্মসূচি শুরু হবে আগামী ২৫ তারিখ থেকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং পৌঁছে যাবেন সাধারণ মানুষের কাছে। অভিষেক সাধারণ মানুষের কাছ থেকে শুনবেন যে তারা সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, তাদের কোনও অভিযোগ রয়েছে কিনা, ইত্যাদি। তৃণমূলের অভ্যন্তরে অনেকে বলতে শুরু করেছেন যে এই “সংযোগ যাত্রা” আসলে “জনসংযোগ যাত্রা।” অভিষেক এখনো সরকারের বিভিন্ন বিষয় পরিচালনা করেন। তিনি প্রয়োজনীয় নির্দেশও দেন মন্ত্রীদের।
তবে এখনো পর্যন্ত অভিষেক সেই অর্থে মানুষের দরজায় গিয়ে মানুষের বক্তব্য শোনেননি। একটা সময় মমতা বিরোধী নেত্রী থাকাকালীন এই ধরনের জনসংযোগ কর্মসূচি নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা পরবর্তীকালে তার প্রশাসনিক কাজে সাহায্য করেছে। তৃণমূলের একাংশ মনে করছে নেত্রীর মতো অভিষেকও সেই পথ অনুসরণ করতে চাইছেন।