বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরসিবিকে (RCB) দেখলেই যেন আরও বেশি করে জ্বলে ওঠে কলকাতা নাইট রাইডার্স (KKR)। জেসন রয় (Jason Roy), নীতিশ রানার (Nitish Rana) দুর্দান্ত ব্যাটিংয়ের পর বরুন চক্রবর্তী (Varun Chakaravarthy) অসাধারণ বোলিংয়ে ভর করে পরপর ৪ ম্যাচ হারের ধাক্কা কাটিয়ে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেল কেকেআর। অর্ধশতরান করেও নিজের দলকে জেতাতে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)। অধিনায়ক হিসেবে চলতি মরশুমে নিজের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখলেন তিনি।
আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নাইটদের হয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন জেসন রয়। তার এবং ধীর গতিতে ব্যাটিং করতে থাকা অপর ওপেনার নারায়ণ জগদীশনের মধ্যে ৮৩ রানের পার্টনারশিপ হয়। ২২ বলে নিজের অর্ধশতরান পূর্ন করেন রয়। নিজের ২৯ বলে ৫৬ রানের ইনিংসে মেরেছিলেন ইংল্যান্ড ওপেনার। কিন্তু এরপর বিজয় কুমার বিশাখ এক ওভারে দুই ওপেনারকে ড্রেসিংরুমে ফিরিয়ে বড় ধাক্কা দেন কেকেআরকে।
এরপর অসাধারণ আগ্রাসী ব্যাটিং করেন অধিনায়ক নীতিশ রানা। মাত্র ২ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও তার ২১ বলে ৪৮ রানের ইনিংসটি যথেষ্ট কার্যকরী প্রমাণিত হয়। শেষদিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং ডেভিড উইসে ৩ বলে ১২ রান করে নাইটদের ২০০ রানের স্কোর অবধি পৌঁছে দেন। আরসিবির হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ারিন্দু হাসারঙ্গা। কিন্তু বাকিরা কেউই রান আটকে রাখতে পারেননি।
রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আরসিবি। কিন্তু সুয়াস শর্মা পরপর দুই ওভারে আগ্রাসী দু প্লেসিস ও শাহবাজ আহমেদকে আউট করে আরসিবির কোমর ভেঙে দেন। এরপরে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট খুঁইয়ে আসেন ম্যাক্সওয়েল। বিরাট কোহলি ও মহিপাল লোমরোর ৫৫ রানের একটি পার্টনারশিপ গড়ে আরসিবিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু যে সময় আরসিবিকে দেখে মনে হচ্ছিল তারা ম্যাচে পুরোপুরি ফিরে এসেছে, সেই সময় বরুণ চক্রবর্তী, লোমরোরকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে ফের আরসিবিকে ব্যাকফুটে ঠেলে দেন। কিন্তু তখনও চলতি মরশুমে নিজের পঞ্চম অর্ধশতরান সম্পূর্ণ করে ক্রিজে ছিলেন কোহলি (৫৪)। কিন্তু রাসেলের বলে মিড উইকেটে ছক্কা মারতে গিয়ে ভেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন তিনি। এরপর দীনেশ কার্তিক কিছুটা চেষ্টা করেন কিন্তু সেটা একেবারেই যথেষ্ট ছিল না। অত্যন্ত বোলিং করে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে উইকেট আসে রাসেল এবং সুয়াশ শর্মার ঝুলিতে। নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আরসিবি।