বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গত বছর থেকে জেলবন্দি তৃণমূলের অপসারিত যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কুন্তলের গ্রেফতারির পর থেকেই ৯০ ডিগ্রি কোণে ঘুরে গিয়েছে তদন্তের মোড়। একের পর এক বিস্ফোরক দাবি, অভিযোগ উঠে এসেছে কুন্তলের মুখে। এবারেও তার ব্যতিক্রম হল না।
এদিন ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব জেলবন্দি কুন্তল ঘোষ। বৃহস্পতিবার বিশেষ ইডি আদালতে পেশ করা হয় কুন্তলকে। মামলার শুনানি শেষে বিচারভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুন্তল ঘোষ। বলেন, “আজকে জানতে পারলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা টিপার আছে, তারা হুমকি দিয়েছে আমার বউকে ফাঁসাবে। টিপারের মাধ্যমে আমাকে হুমকি দিয়েছে।”
বিস্ফোরক মন্তব্য করলেও টিপারদের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে কোনো কিছু খোলসা করেননি কুন্তল। একেই নিয়োগ দুর্নীতিতে ধুন্ধুমার, আর এরই মধ্যে কুন্তলের এই মন্তব্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও বহুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ধৃত কুন্তল।
দিন কয়েক আগেই আদালতে বড়সড় বোমা ফাটিয়েছিলেন কুন্তল। অভিযোগ তুলে বলেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিতে চাপ দিচ্ছে ইডি, সিবিআই। যা নিয়ে হেস্টিংস থানাতেও লিখিত অভিযোগপত্র জমা দেন কুন্তল।
কুন্তলের সেই মন্তব্যে পর তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ সংক্রান্ত এক মামলার শুনানিতে নির্দেশ দিয়ে বলেছিলেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, ইডি। এ নিয়ে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ায়। যদিও শীর্ষ আদালতের নির্দেশের পর আপাতত স্বস্তিতে অভিষেক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরক কুন্তল ঘোষ।