বাংলাহান্ট ডেস্ক : জমি জট নিয়ে কলকাতা হাইকোর্টে (Highcourt) আপাতত স্বস্তি পেলেন অমর্ত্য সেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিশ্বভারতীর জায়গা আগামী ৬ই মের মধ্যে তাকে ছেড়ে দিতে হচ্ছে না। হাইকোর্টের বিচারপতি বিভাস রঞ্জন দে অন্তর্বতী স্থগিতাদেশ জারি করেছেন বিশ্বভারতীর জায়গা খালি করার নোটিসের উপর।
আজ কলকাতা হাইকোর্ট জানিয়েছে, অমর্ত্য সেনের (Amartya Sen) মামলা জেলা জজ কোটে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। বিশ্বভারতীর যুগ্ম রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়ে জানান যে আগামী ৬ই মের মধ্যে ফাঁকা করে দিতে হবে বিশ্বভারতীর জায়গা।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নোটিসের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ চরমে উঠেছে বেশ কিছুদিন ধরেই। অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ জোর করে অমর্ত্য সেনকে জমি থেকে উচ্ছেদ করতে চাইছে।
বিশ্বভারতীর পক্ষ থেকে এই সংক্রান্ত একাধিক নোটিশও পাঠানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে।অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পাশে রয়েছেন অমর্ত্য সেনের। মুখ্যমন্ত্রী নিজে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি গিয়ে সেই জমি সংক্রান্ত বিস্তারিত কাগজপত্র তার হাতে তুলে দিয়ে আসেন।
কিছুদিন আগেও বিশ্বভারতীর পক্ষ থেকে জমি খালি করে দেওয়ার ব্যাপারে নোটিশ পাঠানো হয় অমর্ত্য সেনকে। এরপর রাজ্যের পক্ষ থেকে যাওয়া হয় কলকাতা হাইকোর্টে। এমনকি মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বলেন, জোর করে যদি অমর্ত্য সেনকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হয় তাহলে তার বাড়ির বাইরে শান্তিপূর্ণ ধর্না দেওয়া হবে।