বাংলা হান্ট ডেস্ক : ডিভাইড অ্যান্ড রুল’, বিভাজিত করে শাসন করো। বিভাজনটা হয়েছিল। কিন্তু শাসন? পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) প্রধানত হিন্দু সংখ্যালঘুদের ক্ষেত্রে শাসন ক্রমশ অপশাসনে, অত্যাচারে পরিণত হয়েছে বলে মাঝেমধ্যেই শিরোনাম হয়। এ ব্যাপারে সরব হয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এক সময়ে নিজভূমে পরবাসী হয়ে আপাতত বিদেশে ঠাঁই হয়েছে তরুণ পাক অভিনেতা-মডেল শায়ান আলির (Shayan Ali)। এবার তিনি দাবি করলেন, তাঁর দাদু-দিদা শুধু মুসলিম বলে পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়ে বড়ই ভুল করেছেন।
এদিন টুইটারে তিনি লেখেন, ‘বিশ্বে পাকিস্তানের মতো আর কোনও জিনিস নেই। পাকিস্তানের প্রতিষ্ঠাই হয়েছে ধর্মের ভিত্তিতে। আমার দাদু-দিদারা খুব পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নিয়ে।’ তিরঙ্গার সঙ্গে নিজের ছবি শেয়ার করে শায়ান লেখেন, ‘পাকিস্তানে না হয়ে ভারতে জন্মালে ভালো হতো। তাহলে আমাকে অন্তত নিজের দেশ ছাড়তে হত না।
There is no such thing as “Pakistan” 🇵🇰
Pakistan was created in the name of religion not because it was needed.
My grandparents chose Pakistan instead of India 🇮🇳 only because they were Muslims, and migrating to Pakistan was the biggest mistake of my grandparents.
If I was in… pic.twitter.com/RAfYDb5ZYU
— Shayan Ali (@ShayaanAlii) May 17, 2023
তবে প্রতিবাদ থামাচ্ছেন না তিনি। আগামী ২৩ মার্চ, পাকিস্তানের সংবিধান দিবস বা পাকিস্তান ডে-তে নিউ ইয়র্কে পাক দূতাবাসের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হওয়ার পরিকল্পনা তাঁর। যদিও এ ব্যাপারে অনুমতি পাওয়া বাকি। দাবি, দেশে হিন্দু মহিলাদের উপরে নির্যাতন বন্ধে সক্রিয় হোক ইসলামাবাদ।
আমেরিকা থেকে সাক্ষাৎকারে শায়ান বলেন, ‘২০১৮ সালে কাশ্মীর নিয়ে একটি মিউজিক ভিডিয়োতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় আমাকে। রাজি হইনি। সেই থেকে আইএসআই তথা সরকারের ধারণা হয়, আমি পাকিস্তান-বিরোধী। ভারতের সঙ্গে হাত মিলিয়েছি। কখনও হুঁশিয়ারি, কখনও ভালো কথায় সতর্ক করা হয়। কিন্তু আমি থামিনি।’
তরুণ অভিনেতা-মডেলের দাবি, দেশে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ব্লাসফেমির পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা, গোপন তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগও আছে। সম্প্রতি সিন্ধ হাইকোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাঁর বিরুদ্ধে। তবু টুইটে তিনি লেখেন – আমার দেশের হিন্দু সম্প্রদায়ের কাছে আমি একটি শপথ করেছি। সেটা হলো, কখনও তাঁদের হাত ছাড়ব না। পৃথিবীর যে প্রান্তেই থাকি, তাঁদের আওয়াজ হয়ে থাকব।