অ্যান্টিলিয়া ছাড়াও আরও ৩টি প্রাসাদপ্রম বাড়ির মালিক মুকেশ আম্বানি! বাকিগুলোর নাম জানেন?

বাংলা হান্ট ডেস্ক: মুকেশ আম্বানি (Ambani) ও তার পরিবার বরাবরই ‘টক অফ দ্য টাউন’। রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ভারতে তো বটেই, পাশাপাশি গোটা এশিয়ার সেরা ধনীদের মধ্যে একজন। গোটা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ব্যবসা। বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, বাড়ি, বাংলো রয়েছে তার। আর এই সবচেয়ে দামি প্রপার্টির মধ্যে একটি হল অম্বানিদের বাসস্থান (House) অ্যান্টিলিয়া (Antilia)।

অ্যান্টিলিয়া : মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দামি বাড়ি এটি। আরব সাগরের তীরে এক অত্যন্ত অভিজাত এলাকায় স্বপ্নের বাড়ি অ্যান্টিলিয়া তৈরী করেছেন মুকেশ আম্বানি। জানা যায়, রিখটার স্কেলে ৮ পর্যন্ত ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রয়েছে এই ২৭ তলা বাড়িটির। ভেতরে রয়েছে হেলিপ্যাড থেকে শুরু করে ব্যক্তিগত সুইমিং পুল হয়ে থিয়েটার- সবকিছুই। তবে অনেকেই হয়ত জানেন না যে, এ ছাড়াও আরো ৩ টি প্রাসাদ রয়েছে মুকেশ আম্বানির।

d9a27b1ae03d419a88443e56533fdc3d

ব্রিটিশ স্টোক পার্ক : সাল ২০২১-এ ৭৯ মিলিয়ন ডলার ইনভেস্ট করে আইকনিক ব্রিটিশ এস্টেট স্টোক পার্ক কিনেছিলেন আম্বানি। এই ঐতিহাসিক এস্টেটটি প্রায় ১২০ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত।

1600x960 561621 3852zhir6519cxs1n8ihsa2zuysvsubhxpqc1367569

পাম জুমেইরাহ ভিলা : মুকেশ আম্বানি দুবাইয়ের পাম জুমেইরাহতে একটি হোটেলের পাশাপাশি একটি ম্যানশনের মালিকও বটেন। তিনি এই ভিলাটি কুয়েতি টাইকুন মোহাম্মদ আলশায়ারের কাছ থেকে কিনেছেন। ভিলাটির তৎকালীন দাম ছিল ১৬৩ মিলিয়ন ডলার।

mukesh ambani palm jumeriah house featured image

ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল : নিউইয়র্কের এই হোটেলটি মুকেশ আম্বানি প্রায় ৯৮.১৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৮১০ কোটি টাকায় কিনেছিলেন। ২৪৮ টি কক্ষবিশিষ্ট এই হোটেল মুকেশ আম্বানির সবচেয়ে দামী প্রপাটির মধ্যে অন্যতম।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর