বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) আরম্ভ হওয়ার আর ১ মাসও বাকি নেই। ভারতের মাটিতে এই হাইভোল্টেজ টুর্নামেন্টের আনন্দ উপভোগ করার জন্য তৈরি রয়েছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। প্রত্যেকটি দেশই বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করে দিয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করছে সবকটি দেশ। তারই মাঝে একটি খারাপ খবর পেলো ভারতীয় ক্রিকেট ভক্তরা।
প্রতিভাবান ভারতীয় ওপেনার পৃথ্বী শ-এর কথা সকলেরই মনে থাকবে। ভারতের হয়ে প্রতি ফরম্যাটেই মাঠে নেমেছেন তিনি বেশ কয়েকবার। তারপর ধারাবাহিকতার অভাবের কারণে প্রতিভাবান হওয়া সত্ত্বেও বাদ পড়েছেন তিনি। যদিও তারপর ঘরোয়া ক্রিকেটে প্রতি ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্স করেও আর ভারতীয় দলে ডাক পাননি তিনি। যদিও বা স্কোয়াডে নেওয়া হয়েছে কিন্তু তারপর প্রথম একাদশে যোগ জায়গা দেওয়া হয়নি তাকে।
তবে হাত পা গুটিয়ে বসে থাকেননি পৃথ্বী। ইংল্যান্ডের মাটিতে গিয়ে নর্দাম্পটনশায়ারের হয়ে ওয়ান ডে কাপে অংশ নিয়েছেন এবং কিছু অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন ভক্তদের। কিন্তু সেখানে খেলতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছিলেন এবং এখন জানা যাচ্ছে যে আগামী অন্তত ৩ মাস তার ২২ গজে নামা হবে না।
এর অর্থ হলো আগামী তিন মাস ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরশুমে নিজের দলের হয়ে মাঠে নামতে পারবেন না এই তারকা আগ্রাসী ওপেনার। এই ব্যাপারটি নিশ্চিত করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। রঞ্জি ট্রফির আগে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। কিন্তু নিশ্চিতভাবে ইরানের ট্রফি এবং ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে তিনি মাঠে নামতে পারবেন না।
আরও পড়ুন: সুখবর ভারতীয় দলের জন্য! এশিয়া কাপ ফাইনাল ও বিশ্বকাপের জন্য ঘাতক তারকাকে দলে ফেরালো BCCI
এটা তার জন্য অত্যন্ত খারাপ খবর। ওডিআই বিশ্বকাপের দলে তার জায়গা কোনোভাবেই হওয়া সম্ভব ছিল না। কিন্তু আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্য এই ঘরোয়া ভারতীয় টুর্নামেন্ট তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখানে না খেলতে পারে তার কাছে চরম আফসোসের ব্যাপার হবে।