মাত্র ২৫ বছর বয়সেই টেক্কা দিচ্ছেন মাস্ককে! এই যুবকের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের (Billionaire) প্রসঙ্গ সামনে এলেই আমরা সাধারণত ইলন মাস্ক-বিল গেটস-আম্বানিদের নাম শুনতে পাই। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন যুবকের প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি ধনকুবেরদের তালিকায় ইতিমধ্যে নিজের অবস্থান ক্রমশ স্পষ্ট করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ২৫ বছর বয়সেই তিনি মোট সম্পদের নিরিখে পাল্লা দিচ্ছেন বড় বড় ধনকুবেরদের সাথে।

এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে ওই যুবকের নাম কি? মূলত, আমরা স্কেল এআই-এর কো-ফাউন্ডার আলেকজান্ডার ওয়াংয়ের বিষয়ে আপনাদের জানাবো। আলেকজান্ডার ওয়াং হলেন একজন ডিজিটাল উদ্যোক্তা এবং স্কেল এআই-এর সিইও। ইতিমধ্যেই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। শুধু তাই নয়, এই তরুণ এশিয়ান-আমেরিকান বিলিয়নেয়ারকে টেসলার সিইও ইলন মাস্কের সাথেও তুলনা করেছেন অনেকে।

কলেজ ড্রপআউট: উল্লেখ্য যে, ওয়াং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (যেটি এমআইটি নামেও পরিচিত), গণিত এবং কম্পিউটার বিজ্ঞানে বিএস-এর জন্য পড়াশোনা শুরু করেন। প্রথম বছর শেষ করার পর তিনি তাঁর সহকর্মী লুসি গুওর সাথে স্কেল এআই-এর প্রতিষ্ঠা করেন। মূলত, এই দুই সহ-প্রতিষ্ঠাতা একটা সময়ে প্রশ্নোত্তর ওয়েবসাইট Quora-তে কাজ করেছিলেন।

আরও পড়ুন: বিদ্যুৎ, খাবার, জল…সব বন্ধ! গাজার বিরুদ্ধে বড় অ্যাকশন ইজরায়েলের, পুরো ঘিরে ফেলার নির্দেশ

শুরু হয় ব্যবসা: এদিকে, তাঁদের এই স্টার্টআপটি আমেরিকান স্টার্টআপ ইনকিউবেটর ওয়াই কম্বিনেটরের অর্থ সাহায্যে শুরু হয়েছিল। ওয়াংয়ের বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি শক্তিশালী ভিত্তি রয়েছে। এদিকে, ওয়াং-এর বাবা-মা, উভয়েই মার্কিন বিমান বাহিনী এবং সেনাবাহিনীতে পদার্থবিদ হিসেবে কাজ করেছিলেন।

আরও পড়ুন: বড় খবর! চড়চড়িয়ে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, এবার কী বাড়বে পেট্রোল-ডিজেলের মূল্যও?

তীক্ষ্ণ মস্তিস্ক: ওয়াং নিয়মিতভাবে স্কুলে গণিত এবং কোডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। ১৭ বছর বয়সে, যখন বেশিরভাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজ অথবা পরবর্তীর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন ওয়াং Quora-র কোডার হিসেবে কাজ করছিলেন।

You will be surprised to know the amount of property of this young man

উল্লেখ্য যে, ওয়াং ইতিমধ্যেই কোটিপতিদের নিরিখে ফোর্বসের ২০১৮-র অনূর্ধ্ব ৩০ তালিকায় স্থান পেয়েছেন। পাশাপাশি, ওয়াংয়ের ব্যবসা গত বছর প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল পেয়েছে। এই আর্থিক সহায়তার কারণে স্কেল ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ডলারের রেভিনিউ অর্জন করেছে। পাশাপাশি, তাঁদের ব্যবসার মূল্য ছিল ৭.৩ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, ফোর্বস অনুমান করেছে যে কোম্পানিতে ওয়াংয়ের ১ শতাংশ মালিকানার ফলে তাঁর মোট সম্পত্তি ১ বিলিয়ন ডলার হয়েছে। শুধু তাই নয়, ফোর্বসের বিশ্বের শ্ৰেষ্ঠ ধনকুবেরদের তালিকা অনুযায়ী, ওয়াং বর্তমানে ২,৫৩৪ নম্বর স্থানে রয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর