বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গৌতম বুদ্ধ নগর জেলার প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবার ১৪ টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, ওই ১৪ টি স্কুল কোনো সরকারি স্বীকৃতি ছাড়াই চলছিল। যার পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্কুলগুলিকে বন্ধ করতে বলা হয়েছে।
এই প্রসঙ্গে জেলা স্কুল পরিদর্শক (ডিআইওএস) ধরমবীর সিং জানিয়েছেন যে, বন্ধ করা অধিকাংশ স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনা করত। পাশাপাশি, ওই স্কুলগুলি নয়ডার গ্রামে ছিল বলেও জানা গিয়েছে।
তিনি আরও জানান যে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইন, ২০০৯ লঙ্ঘন করছে কি না তা খুঁজে বের করার জন্য উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি স্কুলগুলির একটি সমীক্ষা পরিচালনা করেছে। সিং আরও জানিয়েছেন যে, আইন অনুসারে, এইভাবে শিক্ষা প্রদানের সাথে জড়িত যেকোনো ইউনিটের জন্য রাজ্যের কর্তৃপক্ষের দ্বারা স্বীকৃত হওয়া বাধ্যতামূলক।
তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “জেলায় সমীক্ষা চলাকালীন, এই জাতীয় ১৪ টি স্কুল আইন লঙ্ঘন করেছে এবং অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করার আদেশ জারি করা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্বীকৃতি না নিয়েই তারা অবৈধভাবে ক্লাস করছিল বলে জানা গেছে।”
আরও পড়ুন: পুজোর আগেই চমক! শিক্ষক নিয়োগ নিয়ে বড়সড় সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, করলেন এই ঘোষণা
ধরমবীর সিং বলেছেন, “স্কুলের পক্ষ থেকে গুরুতর ত্রুটি হয়েছে এবং আমি আমার বিভাগকে নির্দেশ জারি করেছি এটি নিশ্চিত করার জন্য যে এর বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।” সামগ্রিকভাবে আইন লঙ্ঘন করা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওই আধিকারিক।