‘রাজ ও তিনি দু’জনেই প্রেগন্যান্ট’, বেডরুমে শুভশ্রীর ‘ফাইফরমাশ’ খাটছেন রাজ! দেখুন ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক : আর দিনকয়েক পরেই নতুন সদস্য আসতে চলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) বাড়িতে। তার আগে আনন্দ উৎসব চক্রবর্তী পরিবারে। দিন কয়েক আগেই একেবারে সাদামাটা পোশাকে সাধ খেয়েছেন অভিনেত্রী। আপাতত পুজোর আনন্দ এবং নতুন সন্তানের অপেক্ষা__দুটো মিলিয়ে চক্রবর্তী বাড়ি একেবারে জমজমাট।

গত জুন মাসেই ইউভানের দাদা হওয়ার খবর সামনে এনেছেন রাজশ্রী। রাজ চক্রবর্তীকে ট্যাগ করে ইনস্টাগ্রামে ইউভানের ছবি আপলোড করেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, ‘ইউভান ইজ প্রোমোটেড টু বিগ ব্রাদার।’ যার অর্থ দাঁড়ায়, ‘ইউভানের পদোন্নতি হল। এবার বড় ভাই হতে চলেছে ও।’ তারপর থেকেই চর্চায় রয়েছেন এই লাস্যময়ী।

অন্যদিকে রাজও বউয়ের যত্ন নিতে ব্যস্ত। কারণ শুভশ্রী আবার অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজ থেকে ছুটি নেননি। আর তাই রাজও সবসময় স্ত্রীর সাথে সাথেই রয়েছেন‌। সম্প্রতি রাজের যত্ন নেওয়ার সেই ঝলকই সবার সাথে শেয়ার করে নিলেন নায়িকা। সম্প্রতি সেই ভিডিও পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : মদন মিত্রের সঙ্গে কড়া টক্কর, শীঘ্রই মুক্তি পেতে চলেছে তৃণমূল নেতা শান্তনু সেনের প্রথম ছবি

 

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর পায়ে অতি যত্নে লাল নেলপলিশ পরিয়ে দিচ্ছেন স্বামী রাজ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নায়িকা তার ক্যাপশন বক্সে লিখেছেন, ‘আমি সন্তানের খেয়াল রাখছি। ও (রাজ) আমার খেয়াল রাখছে। তাই বলি যে ‘আমরা অন্তঃসত্ত্বা’। ভক্তরাও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তারকা দম্পতিকে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X