মমতার হুমকির মাঝেই অ্যাকশন ED-র! বাহিনীর সংখ্যা বাড়লো জ্যোতিপ্রিয়র বাড়িতে, কী হবে? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে তল্লাশি নিয়ে জল্পনার অবসান ঘটার আপাতত কোনও লক্ষণ নেই। রেশন বণ্টন দুর্নীতির তদন্তেই ২৬ শে অক্টোবর, বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর দুটি বাড়ির পাশাপাশি শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)! প্রায় ১৬ ঘন্টা কেটে রাত হয়ে গেলেও সেই তল্লাশি চলছে এখনো পুরোদমে। তার বাড়ি ঘিরে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর (CRPF) সংখ্যা আরও বাড়ানো হয়েছে ইতিমধ্যেই।

আরও ঠিক কতক্ষণ সময় ধরে তার বাড়িতে এই তল্লাশি চলবে তা এখনও জানা যায়নি। তবে সূত্র মারফত পাওয়া খবর বলছে ভোররাত অবধি তল্লাশি চললেও আশ্চর্য হওয়ার কিছু নেই। এরই মধ্যে কেন আচমকা সেখানে সেনা বাড়ানো হলো তা নিয়ে উঠছে প্রশ্ন!

সকাল থেকে রাত অবধি সেখানে উপস্থিত মানুষের মধ্যে সকলে কেবলমাত্র একবার বর্তমান রাজ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র মুখ দেখতে পেয়েছেন। ছবি তোলা না গেলে এটুকু জানা গিয়েছে যে তাকে অত্যন্ত বিধ্বস্ত দেখিয়েছে। তবে ইডি এটি নিশ্চিত করেছে যে তার স্বাস্থ্যের অবস্থা ঠিকই রয়েছে।

২৬ শে অক্টোবর সকাল ছটা থেকে সাড়ে ছয়টার মধ্যবর্তী সময়ে মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। তার বাড়ির পাশাপাশি একইসময় তার আপ্তসহায়ক অমিত দে-এর নাগেরবাজারের একজোড়া ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর পাশাপাশি মন্ত্রীর পৈত্রিক বাড়ি বেনিয়াটোলা লেনেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা।

এই বিষয়ে আজ দুপুরে সাংবাদিক বৈঠকে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি জানতে পেরেছেন তল্লাশি করার নামে অত্যাচার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সদস্যদের ওপর। বনমন্ত্রীর কিছু হলে বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআর করার হুমকিও দিয়েছেন মমতা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর