বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে, বলে দাবি করা হচ্ছে এবার সেই বাংলাতেই দেখা গেল এক মর্মান্তিক দৃশ্য। অ্যাম্বুল্যান্স (Ambulance) না পেয়ে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হল এক তরুণীকে । সোশাল মিডিয়ায় হয়েছে ভাইরাল ভিডিও (Viral Video)।
জানা গিয়েছে, মামনি রায়, মালদহের (Malda) বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে কার্তিক রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। বছর দুয়েকের সন্তানও রয়েছে ওই দম্পতির। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জ্বর হয়েছিল। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরেই মামনিকে হাসপাতালে নিয়ে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের সদস্যরা।
এই গোটা ঘটনাটি বিজেপির উত্তর মালদার সহ সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য বীণা কীর্তনীয়া সোশাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
মৃত মামনির পরিবারের দাবি, মালডাঙার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। বারবার সংস্কারের দাবি জানানো হলেও তা হয়নি। পথ অবরোধ, বিক্ষোভ, প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি কিছুই। তাই অ্যাম্বুল্যান্স পাওয়া যায়নি।