বাংলা হান্ট ডেস্ক: আগেই আভাস ছিল। এবার আবহাওয়া দপ্তর তাতে শীলমোহর দিল। আগামী তিনদিনে রাজ্যের তাপমাত্রা আরও কমতে চলেছে, সাফ জানিয়ে দিল হাওয়া অফিস। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের আমেজ। উত্তর (North Bengal) থেকে দক্ষিণ (South Bengal) দুই বঙ্গেই হুহু করে বাড়ছে ঠান্ডা। যদিও আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে এখনই রাজ্যে হাড়হিম করা ঠান্ডা পড়বে না।
শীতের জোরসে কামড়
আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে। আগামী কিছুদিনেই ২০ ডিগ্রির পাশাপাশি আসতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে বর্তমানে ২০ ডিগ্রির নীচে রয়েছে তাপমাত্রা। সপ্তাহের শেষে সেই তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে।
আরও পড়ুন: ২০২৪ এ কবে কবে বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? সরকারি তালিকা দেখলে খুশি হবেন
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতাতেও কিছুটা তাপমাত্রার পতন হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহেই কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নামতে পারে। উইকএন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে।
বৃষ্টির নো চান্স
আপাতত রাজ্যের কোনও জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। কলকাতার আবহাওয়াও শুষ্কই থাকবে চলতি সপ্তাহে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহে আবহাওয়া একই রকম থাকবে। তবে ডিসেম্বরের প্রথম থেকেই জাঁকিয়ে পড়বে শীত।