বাংলাহান্ট ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল (Ajker Rashifal)। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে। তাই আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশিফল: অতিরিক্ত খাওয়া এড়িয়ে স্বাস্থ্যের দিকে নজর রাখুন। যে জিনিসের দাম বাড়বে তা কেনার জন্য আদর্শ জিনিস। স্ত্রীর অসুস্থতা ভাবাতে পারে। কাজ থেকে বিরতি নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন।
প্রতিকার :- লাল গরু বা লাল কুকুরকে খাওয়ালে পরিবারে আনন্দ বাড়বে।
বৃষভ রাশি: নতুন পরিকল্পনার জেরে আর্থিক লাভ হবে। প্রেমে জটিলতা আসতে পারে। সঠিক মানুষের সামনে প্রতিভার প্রদর্শন করুন। বাণিজ্যিক উদ্দেশে ভ্রমণ লাভজনক প্রমাণিত হবে।
প্রতিকার :- কোনো বিধবাকে সাহায্য করলে আপনার স্বাস্থ্য ভালো হবে।
মিথুন রাশি: অর্থব্যয় বাড়তে পারে। বাড়িতে অতিথিরা ভিড় করতে পারে। আজ আপনার প্রতিযোগিতামূলক মনোভাব বাড়তে পারে। জীবন সঙ্গী আজ আরও যত্নশীল হয়ে উঠবে।
প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
কর্কট রাশি: দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুদের জন্য অর্থব্যয় হতে পারে। বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বহুমূল্য সময় অপচয় হওয়া থেকে বাঁচান। নতুন করে আবার স্ত্রীর প্রেমে পড়তে পারেন।
প্রতিকার :- কোনো টিনের পাত্রে গঙ্গার জল সঞ্চয় করলে কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।
সিংহ রাশি: আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয়তা দেবে। কর্মক্ষেত্রে বড় চমক পেতে পারেন। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সঙ্গে ভালো ফল করতে পাবেন। সময়ের আজ সঠিক ব্যবহার করুন। স্ত্রীর সঙ্গে বিরোধ হতে পারে।
প্রতিকার :- সীসায় তৈরি গৃহদেবতার মূর্তিকে বাড়িতে রেখে আরাধনা করলে কর্ম জীবনে উন্নতি করবেন।
কন্যা রাশি: যোগব্যায়াম দিয়ে দিন শুরু করুন। দ্রুত কোনও সিদ্ধান্ত নেবেন না। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি হতে পারে। পরবর্তীতে আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।
প্রতিকার :- পারিবারিক সুখের জন্য কেশর বা হলুদের মূল কোনও হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে রাখুন।
তুলা রাশি: ইতিবাচক মনোভাবের জন্য প্রশংসিত হবেন। অর্থের অভাবে পরিবারে মতবিরোধ আনতে পারে। মোটের উপরে দিনটি সুন্দর কাটবে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে।
প্রতিকার :- আর্থিক সাফল্য পেতে চাইলে স্ত্রীকে সম্মান করুন।
বৃশ্চিক রাশি: দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে সমস্যার সমাধান হবে। ভুল জায়গায় বিনিয়োগ করলে আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। জীবনে নতুন প্রেম আসতে পারে। আজকে ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন।
প্রতিকার :- কাককে রুটি খাওয়ালে কর্মজীবনে উন্নতি হবে।
ধনু রাশি: সৃজনশীল কাজের জেরে চাপমুক্ত থাকবেন। সন্তানদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন। কোনও স্বল্পমেয়াদী কর্মসূচিতে নাম লেখান। সবার থেকে দূরে গিয়ে নিজের মতো সময় কাটাতে পছন্দ করবেন আজ। বৈবাহিক জীবনে অশান্তির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার :- ওম শ্রাম শ্রীম শ্রম সাঃ কেতাবে নমঃ মন্ত্রটি রোজ ১১ বার জপ করলে আর্থিক উন্নতি হবে।
মকর রাশি: কোনও আত্মীয়ের সহায়তায় আজ আর্থিক উন্নতি হতে পারে। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারে আজ। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে। পরিবারের কোনও বড় সদস্যের সঙ্গে সময় কাটাতে পারেন।
প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে তা স্বাস্থ্য ভালো করবে।
কুম্ভ রাশি: জুয়া খেলার জেরে আর্থিক ক্ষতি হতে পারে। তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। বিরত থাকুন। পরিবারের কোনও উত্তেজনায় মনোযোগ বিঘ্নিত হতে পারে। জীবনসঙ্গী কোনও বড় চমক দিতে পারে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করার চেষ্টা করলেও আজ আপনার মেজাজ খারাপ হতে পারে।
প্রতিকার :- বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করলে আপনার শুক্রকে দুর্বল করে। তাই এ ধরণের কাজ থেকে বিরত থাকুন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।
মীন রাশি: কাজের চাপ থাকবে আজ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ লাভজনক হবে। প্রেম জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আজ মনোযোগ দিন। স্ত্রীর জন্য আজ উপকৃত হবেন।
প্রতিকার :- হলুদ কাঁচের বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে সেই জল পান করলে উপকার পাবেন।