৩০০০০ কোটি থেকে ভাগ কিনা মোটে ১৯০০ কোটি! প্রাক্তন স্বামীর সম্পত্তি নিয়ে কাদা ছোড়াছুড়ি করিশ্মার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বিবাহ বিচ্ছেদ হয়েছে বহু বছর আগেই। নতুন করে সংসারও পেতেছিলেন সঞ্জয় কাপুর। কিন্তু এখন তাঁর মৃত্যুর পর সম্পত্তি নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে দুই স্ত্রী করিশ্মা কাপুর (Karishma Kapoor) এবং প্রিয়া সচদেবের মধ্যে। দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে কীভাবে হবে সম্পত্তির বন্টন, তা নিয়ে অব্যাহত আইনি বিতর্ক। সৎ মায়ের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগও এনেছেন করিশ্মার (Karishma Kapoor) দুই সন্তান।

সম্পত্তির ভাগ নিয়ে বিবাদে জড়ালেন করিশ্মা (Karishma Kapoor)

মোট ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন শিল্পপতি সঞ্জয় কাপুর। মোট তিনবার বিয়ে করেছিলেন তিনি। করিশ্মার (Karishma Kapoor) সঙ্গে বিয়ের আগে একবার বিয়ে হয়েছিল তাঁর। বিচ্ছেদের পর প্রিয়াকে বিয়ে করেন সঞ্জয়। এখন তাঁর মৃত্যুর পর দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বেঁধেছে বিবাদ।

Karishma kapoor in property battle of sunjay kapur

অভিযোগ করিশ্মার সন্তানদের: সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে ১৯০০ কোটি দেওয়া হয়েছে করিশ্মার (Karishma Kapoor) দুই ছেলে মেয়ে সামাইরা এবং কিয়ানকে। এদিকে তাঁদের দাবি, সঞ্জয়ের পুরো সম্পত্তি নাকি দখল করতে চাইছেন প্রিয়া। তাই দলিল জাল করেছেন তিনি। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। করিশ্মার (Karishma Kapoor) সন্তানদের পক্ষে রয়েছেন আইনজীবী মহেশ জেঠমালানি। অন্যদিকে প্রিয়ার তরফে মামলা লড়ছেন রাজীব নায়ার।

আরও পড়ুন : জি বাংলায় মহিষাসুরমর্দিনী ইধিকা, দেবী দুর্গা শ্বেতা! কারা থাকছেন কোন দেবীর ভূমিকায়?

কী বলছেন আইনজীবীরা: সামাইরা এবং কিয়ানের অভিযোগের উত্তরে প্রিয়ার আইনজীবীদের তরফে দাবি করা হয়েছে, তাঁদের নামে নাকি ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তাতে সন্তুষ্ট নন। প্রিয়ার আইনজীবী কটাক্ষ করে বলেন, কতটা সম্পত্তি ‘যথেষ্ট’ বলা যেতে পারে তা তিনি জানেন না।

আরও পড়ুন : ব়্যাপ করতে গিয়ে চোয়াল ব্যথা, ৭ বছর পর সিরিয়ালে ফিরে এ কী হাল মধুমিতার!

সঞ্জয়ের বোন আগে জানিয়েছিলেন, করিশ্মার (Karishma Kapoor) সঙ্গে বিয়ে ভাঙলেও যোগাযোগ রয়ে গিয়েছে। এমনকি প্রিয়ার সঙ্গেও নাকি ভালো সম্পর্ক করিশ্মার। দুজনের সন্তানরাও একসঙ্গে সময় কাটায়। কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হতেই দুই পরিবারের তিক্ততা প্রকাশ হয়ে পড়েছে।