বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বিনোদুনিয়ায় ফের বিয়ের সানাই। তবে এবার কোনও বলিউড তারকা নয়। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই খ্যাতনামা দক্ষিণী তারকা। কথা হচ্ছে বিজয় দেবেরাকোন্ডা (Vijay Rashmika) এবং রশ্মিকা মন্দানার ব্যাপারে। যদিও অভিনেতা অভিনেত্রী দুজনেই ডেবিউ করে ফেলেছেন বলিউডে। দুজনের জনপ্রিয়তাও তুঙ্গে অনুরাগীদের মধ্যে। অনস্ক্রিনে আগেই জুটি বেঁধেছেন দুজনে। এবার বাস্তব জীবনে জুটি বাঁধার পালা দুজনের।
বাস্তবে বিয়ে করছেন বিজয় রশ্মিকা (Vijay Rashmika)
দীর্ঘদিন ধরেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। একাধিক বার পাপারাৎজির ক্যামেরাবন্দিও হয়েছেন তাঁরা। কিন্তু সম্পর্কের বিষয়ে টুঁ শব্দটিও করতে শোনা যায়নি তাঁদের। তবে এবার নতুন গুঞ্জন বলছে, গোপনে নাকি বাগদান সেরে ফেলেছেন বিজয় রশ্মিকা (Vijay Rashmika)। এমনকি বিয়ের তারিখও নাকি ঠিক হয়ে গিয়েছে দুজনের।
কবে হবে বিয়ে: বিনোদুনিয়ায় তীব্র গুঞ্জন, বিয়ের তারিখও নাকি চূড়ান্ত করে ফেলেছেন বিজয় রশ্মিকা (Vijay Rashmika)। তবে জানতে দেননি কাকপক্ষীকেও। যদিও কানাঘুষো বলছে, সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা। কিন্তু এখনও কেন বিষয়টা লুকিয়ে রেখেছেন?
আরও পড়ুন : বারংবার একই ঘটনা! ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন না এই তারকা প্লেয়ার
কেন এত লুকোছাপা: শোনা যাচ্ছে, বিয়ের আগেও নাকি পরস্পরকে নিয়ে পরীক্ষা করতে চান বিজয় রশ্মিকা (Vijay Rashmika)। আদৌ এই সিদ্ধান্ত সঠিক কিনা তা জানতে মাস তিনেক সময় তাঁরা নিচ্ছেন বলে খবর।
আরও পড়ুন : যখন তখন ভেঙে পড়তে পারে টালা বাঁধ, পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল ভুটান সরকার
জানা যাচ্ছে, দুই পরিবারের উপস্থিতিতেই হয়েছে আংটি বদল। বিয়েতেও মত রয়েছে দুই পরিবারেরই। এবার বিজয় রশ্মিকার থেকে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকলে।