বাংলাহান্ট ডেস্ক : বাংলা সাহিত্যের কালজয়ী গল্প উপন্যাসের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম যেন অতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার তাঁরই ছোটগল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে বড় পর্দায় আসছে ‘ও অভাগী’। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর এই ছবিতে অভিনয় করছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।
বলা ভালো, এক নতুন রূপে ধরা দেবেন অভিনেত্রী মিথিলা। মিথিলা ছাড়াও এই সিনেমার কাস্টিং রীতিমতো নজরকাড়া। অভাগীর স্বামী অর্থাৎ রসিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষকে। জমিদারের গিন্নি হচ্ছেন দেবযানী চট্টোপাধ্যায়। জমিদারের নাম ভূমিকায় থাকছেন সুব্রত দত্ত। কাঙালীর সাজে সেজে উঠবেন সৌরভ হালদার। যমরাজের চরিত্রে নজর কাড়বেন ইশান মজুমদার।
আরোও পড়ুন : ৫০ বছরে এই প্রথম! বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, ৭.৫ মিনিট সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে চারদিক
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার। সেখানে মিথিলার অভিনয় দেখে রীতিমতো উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। তাঁর কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দেখে দর্শকদের কয়েক যুগ আগের কথা মনে পড়তে বাধ্য। এক দলিত শ্রেণীর নারীর কাহিনী যেন প্রতিটি সিনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্পকেই যেন নতুন মোড়কে তুলে ধরা হয়েছে।
আরোও পড়ুন : টপলেস, উপরে নেই এক টুকরো কাপড়! TRP টপার হতেই নয়া অবতারে মানসী
এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, ‘দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের ওপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই’। এই ছবিটি নিয়ে পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলছেন, এই গল্প মহিলাদের সতীত্ব বজায় রাখার এক অসম লড়াই।
পাশাপাশি তার আরোও সংযোজন, ‘অভাগীর স্বর্গ’-ছবিটাকে আমি দুটো ভাগে দেখিয়েছি। অভাগীর বিয়ের আগের জীবন ও তার বিয়ের পরের জীবন। বিয়ের আগের অংশে তুলে ধরা হয়েছে শস্যশ্যামলা গ্রামবাংলার ছবি। অন্যদিকে বিয়ের পরে তার জীবনে শুধুই রুক্ষতা। চিকিৎসক প্রবীর ভৌমিককে ধন্যবাদ আমায় সবরকম সাহায্য করার জন্য।’
স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়ে দিয়েছে যে, আগামী ২৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায়। সঙ্গীত পরিচালনায় মৌসুমী চট্টোপাধ্যায়। ছবিটির প্রযোজনা দায়িত্বে রয়েছেন প্রবীর ভৌমিক। ‘ও অভাগী’ ছবিতে গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়-সহ আরও অনেকে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার