বিনিয়োগ করুন সামান্য কটা টাকা! মাস গেলে আসবে ১৫ হাজার, দুর্দান্ত এই স্কিমে মালামাল হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করা প্রয়োজন ভবিষ্যতের কথা ভেবে। বিশেষ করে জীবনের শেষ দিনগুলোর জন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্ল্যান থাকে। যখন আমরা কাজ থেকে অবসর নেব তখন মাসিক রোজগার থাকাটা আবশ্যিক। তাই জন্য অনেকেই বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যানে বিনিয়োগ করে থাকেন।

যদি ২৫ থেকে ৩০ বছরের মধ্যে আপনার বয়স হয়, তাহলে প্রতিদিন মাত্র ৩০ টাকা করে সঞ্চয় করলে একটা সময়ের পর পাবেন আকর্ষণীয় মান্থলি রিটার্ন।  এলআইসি স্কিম বা পোস্ট অফিস সেভিংস স্কিমে তার জন্য টাকা রাখার দরকার নেই। আপনি যদি প্রতিদিন ৩০ টাকা করে সঞ্চয় করেন তাহলে প্রতি মাসে ৯০০ টাকা করে আপনার সঞ্চয় হবে।

আরোও পড়ুন : প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব! মোদীকে চ্যালেঞ্জ, তোলপাড় ফেলে দিলেন অভিষেক

এর সাথে সামান্য কিছু টাকা যোগ করলেই সেটি এক হাজার টাকা হয়ে যাবে। এই ১০০০ টাকার যদি মান্থলি SIP করেন তাহলে পেয়ে যাবেন ১৫% পর্যন্ত রিটার্ন। এইভাবে যদি প্রত্যেক মাসে টাকা জমান তাহলে ১৫ বছর পর ৩২.৮ লক্ষ টাকার ফান্ড তৈরি হবে। অর্থাৎ মোটা টাকা জমতে পারে আপনার।

India Now common people will get double good news

তারপর সেই টাকা কোনও ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে বার্ষিক ৭ শতাংশ হারের কাছাকাছি সুদ পাবেন। সেই হিসাবে প্রতি মাসে ফিক্সড ডিপোজিট থেকে আপনার আয় হবে ১৫০০০ টাকার কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখবেন, যে কোন বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে তবেই করবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর