বাংলা হান্ট ডেস্ক : গতকাল গভীর রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করেছে ইডি (Enforcement Directorate)। আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই তোলপাড় হয়ে রয়েছে জাতীয় রাজনীতি। দেশের ইতিহাসে এই প্রথম কোনও বর্তমান মুখ্যমন্ত্রী গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করার পূর্বে তিনি ইস্তফা দিয়েছিলেন।
আবগারি দুর্নীতি মামলায় বহুদিন ধরেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোট নয়বার সমন পাঠানো হয় তার দরবারে। তবে প্রতিবারই সমন এড়িয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। গত বৃহস্পতিবারও ইডির দফতরে তার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তিনি তা না করে পৌঁছান দিল্লি হাইকোর্টে। দিল্লি হাইকোর্ট তাকে রক্ষাকবচে না দেওয়ায় তৎপর হয় ED।
ঘন্টাখানেকের মধ্যেই ১২ জন অফিসারের একটি দল গিয়ে পৌঁছান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় জারি করা ১৪৪ ধারা। সমস্ত জায়গা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। এখনও পর্যন্ত মোট ৬টি চার্জশিট ফাইল করেছে ED। বাজেয়াপ্ত করা হয়েছে মুখ্যমন্ত্রীর ১২৮ কোটি টাকার সম্পত্তি। আর এবার সামনে এল মুখ্যমন্ত্রীর বিপুল সম্পত্তির খতিয়ান (Arvind Kejriwal Net Worth)।
আরও পড়ুন : বিরাট ঝটকা, আবগারি দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল
লাখ টাকার পর্দা : মুখ্যমন্ত্রীর বাড়িতে লাগানো পর্দার দাম শুনলে চোখ ছানাবড়া হয়ে যাবে। বিজেপি সূত্রে খবর, কেজরিওয়ালের বাসভবনে মোট ২৩টি পর্দা রয়েছে। আর এই ২৩টি পর্দার দাম ৯৭ লক্ষ টাকা। এছাড়াও তার বাড়ির মেঝেতে লাগানো হয়েছে ভিয়েতনামের মার্বেল। যার দাম প্রায় ৩ কোটি টাকা বলে খবর। তার বাসভবনে যে ছয়টি কার্পেট রয়েছে তার দামই নাকি ১৯ লক্ষ ৮৯ হাজার টাকা।
আরও পড়ুন : লং জার্নিতে আর বাধা হবেনা ইন্টারনেট! ডেটা ছাড়াই দেখুন এই ৫ ব্লকব্লাস্টার সিনেমা, জানুন কীভাবে
এছাড়াও বিজেপির দাবি, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির অন্দরসজ্জার জন্য নাকি খরচ হয়েছে প্রায় ১১ কোটি ৩০ লক্ষ টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন বিলাসবহুল জীবনযাপন দেখে কার্যত ‘থ’ দিল্লিবাসী। বিজেপি তো ইতিমধ্যেই কেজরিওয়ালের ইস্তফার দাবিতে আওয়াজ তুলতে শুরু করেছে। যদিও AAP সূত্রে খবর, কেজরিওয়াল জেল থেকেই সরকার চালাবেন।
আরও পড়ুন : বদলে গেল পাশা! রচনা ভোটের ময়দানে নামতেই তলানিতে ‘দিদি নম্বর 1’ এর TRP, টেক্কা দিচ্ছে এই শো
কেজরিওয়ালের বিরুদ্ধে কত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে?
ED-র তরফে অভিযোগ, আবগারি দুর্নীতি মামলায় তাদের নাম সামনে এসেছে তাদের সাথে মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। যোগসূত্র পাওয়া গেছে ধৃত BRS নেত্রী কে কবিতা আপ সুপ্রিমো এবং মণীশ সিসোদিয়ার। ইবি সূত্রে জানা যাচ্ছে, কমপক্ষে ১০০ কোটির দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে ‘আম আদমি পার্টি’।
অরবিন্দ কেজরিওয়ালের সম্পত্তির খতিয়ান : সাল ২০২০ তে যে নির্বাচনী হলফনামা জমা করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে, কেজরিওয়াল মোট ৩ কোটি ৪৪ লাখ টাকার সম্পত্তির মালিক। সেই সময় তার কাছে নগদ ছিল ১২ হাজার, তার স্ত্রীয়ের কাছে ছিল ৯ হাজার টাকা। আপ প্রধানের পরিবারের মোট ৬টি অ্যাকাউন্টে জমা ছিল ৩৩ লাখ ২৯ হাজার টাকা। এছাড়াও ৪০ হাজার টাকার রূপো এবং ৩২ লক্ষ টাকার সোনা রয়েছে কেজরিওয়ালের পরিবারে। ১ কোটি ৭৭ লাখ টাকার জমি রয়েছে গাজিয়াবাদ এবং হরিয়ানায়। ১৫ লাখ ৩১ হাজার টাকার মিউচুয়াল ফান্ড এবং ৬ লাখ ২০ হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে তার স্ত্রীর নামে। এছাড়াও হরিয়ানায় একটি ১ কোটি মূল্যের বাড়ি রয়েছে তার স্ত্রীর নামে।