বাংলা হান্ট ডেস্ক: আরো একবার মেট্রো বিভ্রাট (Kolkata Metro)। এবার আবারো পাতাল রেল থমকালো ব্লু লাইনে। যার ফলে আংশিক মেট্রো চলাচল বন্ধ। মঙ্গলবার দুপুরে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয় অনিবার্য কারণবশত শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে। আর এর ফলে অসুবিধা সম্মুখীন না পড়তে হয় যাত্রীদের।
হঠাৎ বিকল মেট্রো, ব্লু লাইনে বিপর্যস্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro)
প্রসঙ্গত আজ কলকাতায় মিছিল। যার ফলে অধিকাংশ রাস্তায় বন্ধ রয়েছে। তারমধ্যে ব্লু লাইনের এই মেট্রো (Kolkata Metro) চলাচল বিভ্রাটের ফলে অসুবিধার সম্মুখীন হতে হল আবারও নিত্যযাত্রীদের। এর ফলে যথারীতি প্রকাশ করেছেন যাত্রীরা।
জানা যায় কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ২:৪০ এই মেট্রো ছেড়েছিল। সেটি ৩:১০ মিনিটে এসে পৌঁছায় নেতাজি স্ট্রেশনে। আর থমকে থমকে কোনো মতে রবীন্দ্রসদনে এসে থামে। এরপরই মেট্রোর আলো, এসি নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের কে নেমে যাওয়ার জন্য ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শীতের সফরে রইল নতুন ঠিকানা, ভিড় এড়িয়ে কালিম্পংয়ে ঘুরে আসুন এই ৩ অজানা গ্রামে
মেট্রো তরফ থেকে জানানো হয়েছে, ময়দান স্টেশনে সমস্যা হয়েছে। যার কারণবশত মেট্রো চলাচলের এই সমস্যার সৃষ্টি হয়। তবে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাই এছাড়াও মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনা তাহলে পৌঁছই। যদিও পরে চারটের নাগাদ এই পরিষেবার স্বাভাবিক হয়।
তবে নিত্যদিন ব্লু লাইনের এই মেট্রো পরিষেবার সমস্যার সম্মুখীন হওয়ায় যাত্রীরা অভিযোগ করেন, এ যেন প্রতিদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও কোন না কোন সমস্যা হচ্ছে। যার ফলে কোথাও যাওয়ার হলে যেতেও বেশি সময় লাগছে হাতের সময় নিয়ে বেরোলেও (Kolkata Metro)।













