বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) NDA জোটসঙ্গীদের অভিনন্দন জানিয়েছেন। শুধু তাই নয়, NDA-র ঐতিহাসিক সাফল্যের জন্য তিনি বিহারের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। জানিয়ে রাখি যে, বিহারের ২৪৩ টি আসনের মধ্যে ২০০ টিরও বেশি আসনে NDA শক্তিশালী লিড প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী মোদী এই সাফল্যকে সুশাসন, উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য একটি অভূতপূর্ব বিজয় হিসেবে বিবেচিত করেছেন।
কী জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi):
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। যেখানে তিনি বলেন “সুশাসনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। জনকল্যাণের চেতনার জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে।”
सुशासन की जीत हुई है।
विकास की जीत हुई है।
जन-कल्याण की भावना की जीत हुई है।
सामाजिक न्याय की जीत हुई है।
बिहार के मेरे परिवारजनों का बहुत-बहुत आभार, जिन्होंने 2025 के विधानसभा चुनावों में एनडीए को ऐतिहासिक और अभूतपूर्व जीत का आशीर्वाद दिया है। यह प्रचंड जनादेश हमें…
— Narendra Modi (@narendramodi) November 14, 2025
প্রধানমন্ত্রী (Narendra Modi) জানান, “বিহারে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক এবং অভূতপূর্ব জয়ের ক্ষেত্রে NDA-কে আশীর্বাদ করায় বিহারে আমার পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ। জনগণের এই ফলাফল আমাদেরকে জনগণের সেবা করার এবং বিহারের জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার শক্তি প্রদান করবে।”
আরও পড়ুন: অপ্রতিরোধ্য! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে দুর্ধর্ষ রেকর্ড গড়লেন বুমরাহ, উচ্ছ্বসিত অনুরাগীরা
প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) আরও জানান, “আমি প্রত্যেক NDA কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁরা আমাদের উন্নয়নের এজেন্ডা জনসাধারণের কাছে তুলে ধরেছেন এবং বিরোধী দলের প্রতিটি মিথ্যাকে জোরালোভাবে প্রতিহত করেছেন। আমি তাঁদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের মাঝে ছুটির আবেদন কুলদীপের! BCCI-র কাছে জানালেন অনুরোধ
প্রধানমন্ত্রীর (Narendra Modi) মতে, “আগামী সময়ে, আমরা বিহারের পরিকাঠামো উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব এবং রাজ্যের সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দেব। আমরা নিশ্চিত করব যে, সেখানকার যুব ও নারী শক্তি সমৃদ্ধ জীবনের জন্য পর্যাপ্ত সুযোগ পাবে।”












