আজই সুবর্ণ সুযোগ! বুধে হুড়মুড়িয়ে কমল সোনার দাম, দেখে নিন এক গ্রামের গয়না বানাতে কত খরচ

Published on:

Published on:

gold price(20)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোনার দামে (Gold Price) লাগাতার উত্থান-পতন। একদিন বাড়ছে তো একদিন কমছে। আর মধ্যবিত্তের চিন্তা বাড়ছে। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। গতকালের মঙ্গলবার সোনার দাম বেড়েছিল বেশ খানিকটা। আজও কি সেই ধারা অব্যাহত? নাকি সস্তা হল হলুদ ধাতু? ১৯ নভেম্বর ২২, ২৪ ক্যারাট সোনার দাম কত হল? জানুন।

নভেম্বর মানেই বিয়ের মাস। বিয়ের মরসুম শুরু। আর এই সময়েই জনগণকে স্বস্তি দিয়ে দাম কমল সোনার। বুধবার কিছুটা সস্তা হল সোনা। আজ ১৯ নভেম্বর কলকাতায় সোনার দাম কততে গিয়ে দাঁড়াল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? বিয়ের মরসুমের কি আরও পতন হবে সোনার দামে?

আজ আরও সস্তা হলুদ ধাতু | Gold Price

মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১১৮১৫ টাকা। এদিন দাম হয়েছে ১১৬৭০ টাকা। একদিনে ১৪৫টাকা দাম কমেছে। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৬৭০০ টাকা। গতকালের তুলনায় এদিন প্রতি ১০ গ্রামের দাম ১৪৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ১১৬৭০০০ টাকা।

বুধে কমেছে ২৪ ক্যারাট সোনার দামও। এদিন ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২২৭৫ টাকা। প্রতি গ্রামে ১৫৫ টাকা করে কমেছে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২২৭৫ টাকা। একদিনে প্রতি ১০ গ্রামে ১৫৫০ টাকা দাম কমেছে কলকাতায় খুচরো পাকা সোনা।

gold price(19)

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। বর্তমানে সোনার বাজার উঠছে আর নামছে।

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে লাফিয়ে বেড়েছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। আসন্ন সময়ে সোনার দাম আরও বাড়তে পারে। তবে সবটাই অনুমান। তাই সোনার দাম এক লাখের নিচে যাবে না বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ‘আপনারা আদালত অবমাননার মামলা করুন’, কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির, কোন মামলায়?

গতকালও কমেছিল রুপোর দাম। এদিনও সোনার দামের পাশাপাশি রুপোর দাম কমেছে। রুপোলি ধাতুর দাম কিছুটা কমেছে। এদিন ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ১৫৩৪০ টাকা। আর এদিন ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ১৫৩৪০০ টাকা।