মহাত্মা গান্ধী রোডে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! ব্লু লাইনে ট্রেন চলাচল স্থগিত, ভোগান্তি যাত্রীদের

Published on:

Published on:

Kolkata Metro suicide attempt on blue line metro puts passengers in danger
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরো একবার আত্মহত্যার চেষ্টা করা হল কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। ঘটনাটি ঘটেছে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে। যার ফলে শনিবার বিকেলে কলকাতা মেট্র ব্লু লাইনে ব্যাহত হয়েছে পরিষেবা। এর ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি আংশিকভাবে বন্ধ রয়েছে ব্লু লাইনের মেট্রো পরিষেবা। আপাতত ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল করছে মেট্রো।

ব্লু লাইন মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ, যাত্রীরা বিপাকে (Kolkata Metro)

দুদিন যেতে না যেতেই আবারও আত্মহত্যার চেষ্টা মেট্রো স্টেশনে। মহাত্মা গান্ধী রোড স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর ফলে আংশিকভাবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনের পরিষেবা থমকে যায়। যদিও কিছুক্ষণের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro suicide attempt on blue line metro puts passengers in danger

আরও পড়ুন: শীতের কাঁপুনি আর শুষ্কতা দূর করবে এই ৫ হার্বাল চা, বাড়বে ত্বক-চুলের জেল্লা

জানা যায়, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪ টে নাগাদ। সূত্রের খবর, শহীদ ক্ষুদিরাম গামী ডাউনলাইনের মেট্রো স্টেশনে ঝাঁপ দেয় ওই যাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরেই শুরু হয় উদ্ধার কাজ। যদিও এই ঘটনার ফলে আপ ও ডাউনলাইনে পরিষেবা ব্যাহত হয়।

যার ফলে দক্ষিণেশ্বর থেকে দমদম ও ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলাচল শুরু হয়। যদিও শেষমেষ ৪:১৫ মিনিট থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো পরিষেবার শুরু হয়। তবে কি কারণে ওই যাত্রী আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই বিষয়ে এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কলকাতা মেট্রো ব্লু লাইনে অতীতে একাধিকবার এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর কেন বারবার এই একই লাইনে এই ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। পাশাপাশি এই প্রবণতার ঠেকানোর জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। যেখানে কালীঘাট স্টেশন এ প্লাটফর্ম প্রান্তে গার্ডরেল পর্যন্ত বসানো হয়েছে।  কিন্তু সেই সব করেও বিশেষ লাভ হয়নি। কারণ বৃহস্পতিবার, নেতাজি মেট্রো স্টেশনে আত্মহত্যা চেষ্টা করেছিলেন আরও  এক যাত্রী। সেই ঘটনা ঘটার দুদিনের রেশ কাটতে না কাটতে ফের আর একবার মেট্রোর (Kolkata Metro) সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা উঠলো খাস কলকাতায়।