কোটিপতির ছেলে! জলপাইগুড়িতে বামেদের ভরসা দেবরাজ বর্মণ, তরুণ নেতার আসল পরিচয় চমকে দেবে!

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। এবার বাংলায় সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট হবে। এর মধ্যে জলপাইগুড়ি কেন্দ্রে বামেরা ভরসা রেখেছে দেবরাজ বর্মণের (Debraj Barman) ওপর। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এই তরুণ রাজনীতিবিদ ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।

জলপাইগুড়ির বাম প্রার্থী (Jalpaiguri CPIM Candidate) দেবরাজ আবার ‘কোটিপতি’ পরিবারের ছেলেও বটে! জানা যাচ্ছে, তাঁর পরিবার প্রায় ৩ কোটি টাকার মালিক। ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ এবং ’অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’এর রাজ্য সংযোজক অন্তত এমনটাই দাবি করেছেন।

উজ্জয়িনী হালিমের কথায়, দেবরাজ বর্মণের হলফনামা থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিয়ম মেনে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন জলপাইগুড়ির বাম প্রার্থী। সেখান থেকে তাঁর সম্পত্তির খতিয়ান এবং তাঁর বিরুদ্ধে থাকা দু’টি ফৌজদারি মামলার বিষয়ে জানা গিয়েছে। তবে কোনও মামলাতেই দেবরাজ দোষী সাব্যস্ত হননি।

আরও পড়ুনঃ চাকরির টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! ভোটের মুখেই গ্রেফতার তৃণমূল নেত্রী, অস্বস্তিতে শাসক দল

হলফনামা অনুসারে, বর্তমানে জলপাইগুড়ির এই তরুণ বাম নেতার হাতে ক্যাশ ৩৫,০০০ টাকা রয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে ৬ লক্ষ ১৪ হাজার ৭৬০ টাকা আয় করেছিলেন তিনি। দেবরাজের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৩ লক্ষ টাকা। অন্যদিকে তাঁর পিতা দীনেশচন্দ্র বর্মণের বাৎসরিক আয় ছিল ১৪ লক্ষ ৩০ হাজার ২৫০ টাকা। দেবরাজের পিতার বর্তমান অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ৩৫১ টাকা। সেই সঙ্গেই ৬০ লক্ষের স্থাবর সম্পত্তি রয়েছে তাঁর।

jalpaiguri cpim candidate debraj barman

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুসারে, বর্মণ পরিবার ৩ কোটিরও বেশি সম্পত্তির মালিক। অন্যদিকে দেবরাজের পড়াশোনার বিষয়ে বলা হলে, তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। একদা কলেজ সংসদের সম্পাদক ছিলেন দেবরাজ। এবার লোকসভার টিকিট পেয়েছেন তিনি। ইংরেজির এই তরুণ শিক্ষকের ওপরই আসন্ন নির্বাচনে ভরসা রেখেছে বামেরা। তিনি জয়ের মুখ দেখতে পারলেন কিনা সেটা জানা যাবে নির্বাচনের ফলপ্রকাশের পর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর