বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই সম্পন্ন হতে চলেছে IP-এর নিলাম। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এই নিলাম। তবে, তার আগেই একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, ২০২৬-এর IPL না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলী। গত মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের অংশ ছিলেন। যদিও, কলকাতা তাঁকে রিলিজ করে দেয়। কিন্তু এবার তিনি নিলামে আর অংশগ্রহণ করছেন না।
KKR (Kolkata Knight Riders) রিলিজ করেছে মঈন আলীকে:
পাশাপাশি, মঈন আলী ঘোষণা করেছেন যে তিনি ২০২৬ সালে IPL-এর পরিবর্তে পাকিস্তান সুপার লিগে খেলবেন। মঈন আলী বলেন, এটি তাঁর কেরিয়ারের একটি নতুন শুরু হতে চলেছে এবং তিনি PSL-এ খেলার ক্ষেত্রে উত্তেজনাও প্রকাশ করেছেন। এদিকে, মঈন আলীর আগে ফাফ ডু প্লেসিসও এবারে IPL ছেড়ে PSL-এ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
View this post on Instagram
কী জানিয়েছেন মঈন আলী: পাকিস্তান সুপার লিগের প্রশংসা করে মঈন আলী বলেন, ‘নতুন করে শুরু করার এটাই সঠিক সময়। পাকিস্তান সুপার লিগের নতুন যুগে যোগ দিতে পেরে আমি অত্যন্ত উত্তেজিত।’ তিনি আরও বলেন, ‘T20 ক্রিকেটে পাকিস্তান সুপার লিগ একটি বড় নাম ও। কারণ সেখানে বিশ্বমানের প্রতিভাবান খেলোয়াড়রা আসেন।’ জানিয়ে রাখি যে, মঈন আলী গত মরশুমে KKR-এর হয়ে খেলেছিলেন। তাঁকে ২ কোটি টাকা বেস প্রাইস দিয়ে কেনা হয়েছিল। তিনি ২০২৫ সালের IPL-এ মাত্র ৬ টি ম্যাচ খেলেন। যেখানে তিনি মাত্র ৪ রান করেন এবং বল হাতে নেন ৬ টি উইকেট।
আরও পড়ুন: আমেরিকা থেকে বড় সুখবর পেল এই ভারতীয় কোম্পানি! একদিনেই ২০ শতাংশ বাড়ল শেয়ারের দাম
মঈন আলীর IPL কেরিয়ার: উল্লেখ্য যে, মঈন আলী ২০১৮ সালে IPL-এ অভিষেক করেন। তিনি ৭৩ টি ম্যাচে ৪১ টি উইকেট নেন এবং ১,১৬৭ রান করেন। মঈন আলী চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। এমতাবস্থায়, IPL-এ তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় এই আবহেই তিনি পাকিস্তান সুপার লিগে খেলার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: এবার পেনশনভোগীরা পাবেন স্বস্তি! বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র, মিলবে এই বিশেষ সুবিধা
মঈন আলী IPLথেকে এত টাকা আয় করেছেন: মঈন আলী গত ৭ বছরে আইপিএল থেকে ৪৬.১০ কোটি (১.৭ মিলিয়ন মার্কিন ডলার) আয় করেছেন। ২০২১ সালে, তাঁকে চেন্নাই সুপার কিংস ৭ কোটি (১.৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যে কিনে নেয়। তিনি ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত চেন্নাইতে ছিলেন এবং প্রতি মরশুমে ৮ কোটি টাকা পেয়েছিলেন।












