বাংলা হান্ট ডেস্ক: চা খেতে কে ভালোবাসে না বলুন। এবার চা করে, আপনিও যদি সকলের মতো চা পাতা ফেলে দেন। তাহলে সেই কাজটা বন্ধ করতে হবে। কারণ, এই ব্যবহার করা চা পাতা দিয়ে আপনি এমন কিছু কাজ করতে পারবেন, যা জানলে অবাক আপনিও হবেন। জানুন আজকের প্রতিবেদনে ব্যবহার করা চা পাতা আর কীভাবে কাজে লাগাতে পারবেন (Home Tips)।
বেশিরভাগ মানুষ চা করে ব্যবহৃত করে চা পাতা ডাস্টবিনে ফেলে দেয়। তবে সেটি ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন ঘরোয়া এই কাজ গুলোতে। কীভাবে করবেন? আজকের প্রতিবেদনে রইল তা বিস্তারিত ভাবে (Home Tips)।
১) চা পাতা মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যার শরীরের আঘাতে লাগালে সেই জায়গা অনায়াসে শুকিয়ে যায়। পাশাপাশি ক্ষতস্থানে উপকার দেয়।
২) দিনের বেশিরভাগ সময়টা হয়তো আপনার কম্পিউটারের সামনে কাটছে। এবার ব্যবহার করার চা পাতা ভালো করে ঠান্ডা করে নিতে কাপড়ের মধ্যে ভরে চোখে সেঁক দিলে চোখে আরাম পাবেন।
৩) বাড়ির আসবাবপত্র যত্নের জন্য ব্যবহার করতে পারেন ব্যবহার করাচাপাতা। এই ব্যবহৃত চা পাতা দিয়ে আসবার পত্র পরিষ্কার করলে দেখবেন আবার নতুনের মতন ঝকঝকে হয়ে উঠবে (Home Tips)।