ভোটের মুখে জোড়া প্রকল্পে গতি! আলাদা টেন্ডার পোর্টাল চালু করে চমক নবান্নের

Published on:

Published on:

Nabanna Launches New Tender Portal Before Elections
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে উন্নয়ন কাজ আরও দ্রুত করতে নবান্ন (Nabanna) একটি নতুন দরপত্র পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে দু’টি প্রকল্পের টেন্ডার নেওয়া হবে, যথা- ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এবং ‘পথশ্রী’। অর্থ দপ্তর ইতিমধ্যেই জেলাগুলিকে এ বিষয়ে জানিয়ে দিয়েছে।

মানুষের সমস্যা শুনে নবান্নে (Nabanna) শুরু হল কাজ

পুজোর আগে থেকে নভেম্বর পর্যন্ত রাজ্য সরকার বুথে বুথে শিবির করে সাধারণ মানুষের সমস্যা শুনেছিল। যেমন –

  • পানীয় জলের সমস্যা
  • রাস্তাঘাট খারাপ
  • আলো নেই
  • সেতু সংস্কার দরকার

এই ধরনের সমস্যা চিহ্নিত করে বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছে নবান্ন (Nabanna)। এখন ভোটের আগে এই কাজগুলো দ্রুত শেষ করার কথা বলা হয়েছে।

পথশ্রী প্রকল্পেও টেন্ডার এই নতুন পোর্টালেই

কেন্দ্র গ্রামসড়ক যোজনার টাকা বন্ধ করে দেওয়ায় রাজ্য আগেই নিজেদের ‘পথশ্রী’ প্রকল্প শুরু করেছিল। এবার সেই প্রকল্পে আরও নতুন রাস্তা তৈরি ও পুরনো রাস্তা সংস্কারের দরপত্রও এই নতুন পোর্টালে নেওয়া হবে। সরকারের মতে, মানুষের প্রথম দাবি- রাস্তা, জল, আলো। এই মৌলিক সুবিধা উন্নত হলে ভোটের আগে মানুষ চোখে দেখা উন্নয়ন বুঝতে পারবেন।

Financial Aid Announced by Nabanna for Deceased BLO Families

আরও পড়ুনঃ কোন কোন বিধায়কের নাম কাটা হতে পারে? কঠোর রিভিউ শুরু তৃণমূলের

উন্নয়ন থেমে থাকা চলবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর

কয়েক দিন আগে নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের রিপোর্ট দেন। সেখানেই তিনি প্রশাসনকে বলেন, ভোটের কাজ থাকলেও মানুষের কাজ থামানো যাবে না। আবাসন, রাস্তা, জলসংযোগ, স্বাস্থ্য পরিষেবা, এই কাজগুলো যাতে ধীর না হয়, তার জন্য ১৩ জন পর্যবেক্ষক নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে তিনি আরও একটি কেন্দ্রীয় মনিটরিং টিম গঠন করতে বলেছেন, যারা সব কাজ দেখবে। এই নির্দেশের পরই দু’টি প্রকল্পের জন্য নতুন দরপত্র পোর্টাল চালু করা হয়েছে। এখন রাজ্যের আশা ভোটের আগেই মানুষ স্পষ্টভাবে উন্নয়ন চোখে দেখতে পারবেন।