বঙ্গবাসীদের জন্য সুখবর! হাওড়া থেকে দিল্লি, শিয়ালদহ থেকে মুম্বই, চালু হচ্ছে স্পেশাল সার্ভিস

Published on:

Published on:

Indian Railways Announces Special Festive Trains
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শেষ দিকে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। সেই চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। হাওড়া-নয়াদিল্লি এবং শিয়ালদহ-লোকমান্যতিলক রুটে দু’টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। শনিবার থেকেই ট্রেনগুলি রুটে নামছে। রেলের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতেই এই উদ্যোগ।

হাওড়া-নয়াদিল্লি রুটে স্পেশাল ট্রেন (Indian Railways)

রেলের (Indian Railways) বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০০৯ হাওড়া-নয়াদিল্লি স্পেশাল শনিবার রাত ৯টা ঠিক হাওড়া থেকে ছাড়বে। তৃতীয় দিনের ভোর ৪টা ৩০ মিনিটে ট্রেনটি পৌঁছবে নয়াদিল্লিতে। অন্যদিকে, ০৩০১০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল ৮ ডিসেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে নয়াদিল্লি থেকে রওনা হয়ে পরের দিন দুপুর ১টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এই ট্রেনটি পূর্ব রেলওয়ের বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলে থামবে। জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড কোচ, সব ব্যবস্থাই থাকবে বলে জানিয়েছে রেল।

শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ট্রেন

একইভাবে, ০৩১২৭ শিয়ালদহ-লোকমান্যতিলক স্পেশাল ৬ ডিসেম্বর রাত ৯টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। তৃতীয় দিনের দুপুর ৩টা ৩০ মিনিটে পৌঁছবে লোকমান্যতিলকে। আর ০৩১২৮ লোকমান্যতিলক-শিয়ালদহ স্পেশাল ৯ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধে ৭টা ৩০ মিনিটে পৌঁছবে শিয়ালদহে। এই রুটের ট্রেনটিও পূর্ব রেলওয়ের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। কোচ হিসেবে থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এয়ার-কন্ডিশনড সমস্ত বিভাগ।

Indian Railways takes big step to buy Tatkal ticket.

আরও পড়ুনঃ ব্রিগেডে পাঁচ লক্ষের লক্ষ্য! দিলীপ-সুকান্ত-শমীকদের উপস্থিতিতে বড় শক্তিপ্রদর্শন

রেল (Indian Railways) জানিয়েছে, বাড়তি ভিড় ও যাত্রীদের সুবিধা মাথায় রেখে এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। উৎসবের মরশুমে এই বিশেষ ট্রেন দু’টি যাত্রীদের বড় সুবিধা দেবে বলে আশা রেলের।