বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর বাকি। তার আগেই আজ রবিবার ব্রিগেড (Brigade) প্যারেড গ্রাউন্ডে হচ্ছে বড়সড় গীতাপাঠের অনুষ্ঠান। ‘সনাতন সংস্কৃতি সংসদ’ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তাদের দাবি, পাঁচ লক্ষেরও বেশি মানুষ আজ গীতাপাঠে অংশ নেবেন।
ব্রিগেডে (Brigade) গীতা পাঠের অনুষ্ঠানে কারা আমন্ত্রিত?
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর দপ্তর কোনও উত্তর দেয়নি। গীতাপাঠ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। অসম, ত্রিপুরা, দিল্লি, বিহার, ওড়িশা, এই সব রাজ্য থেকে মানুষ আসছেন। নেপাল এবং বাংলাদেশ থেকেও কিছু অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভিড় সামলাতে বিশেষ ট্রেন
আজ অনেক মানুষ ব্রিগেডে (Brigade) আসবেন ভেবে রেল বিশেষ ট্রেন চালাচ্ছে। শিয়ালদহ শাখায় কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং রুটে বিশেষ ইএমইউ ট্রেন চলবে। হাওড়া শাখায়ও ৬টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে।
উপস্থিত থাকবেন বিজেপির বহু নেতা
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির অনেক নেতা। অনুষ্ঠানের সভাপতি মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ জি মহারাজ। প্রধান অতিথি সাধ্বী ঋতম্ভরা। এছাড়া থাকছেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এবং যোগগুরু বাবা রামদেব।
কোন অধ্যায় পাঠ হবে?
আজ গীতার প্রথম, নবম এবং অষ্টাদশ অধ্যায় একসঙ্গে পাঠ করা হবে। রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসও অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বঙ্গবাসীদের জন্য সুখবর! হাওড়া থেকে দিল্লি, শিয়ালদহ থেকে মুম্বই, চালু হচ্ছে স্পেশাল সার্ভিস
এই অনুষ্ঠানের আয়োজক কার্তিক মহারাজ বলেছেন, “এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আধ্যাত্মিক জাগরণ এবং মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” আয়োজকদের বিশ্বাস, ব্রিগেডের (Brigade) এই গীতাপাঠ বাংলা’র আধ্যাত্মিক সংস্কৃতিকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে এবং সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাবনা বাড়াবে।












