টেলিভিশনের হিট নায়িকা কৌশিকী পাল, বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালে স্কুলছাত্রী; বাস্তবে বয়স কত জানেন?

Published on:

Published on:

Besh korechhi prem korechhi Kaushiki plays the role of a school girl in serial, do you know how old she is in reality
Follow

বাংলা হান্ট ডেস্ক: জি বাংলায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘বেশ করেছি প্রেম করেছি’ (Besh korechhi prem korechhi)। এই সিরিয়াল শুরু হবে ৮ ডিসেম্বর থেকে। আর এখানে একদম নতুন একটি জুটি দেখতে পাবেন দর্শকেরা। এই সিরিয়ালে অভিনয় করছেন গীতা এলএলবির অন্যতম জনপ্রিয় চরিত্র ম্যাহেক অর্থাৎ কৌশিকী পাল। আর নায়কের চরিত্রে দেখা যাবে রাজদ্বীপ গোস্বামী কে। যাকে এর আগে নিম ফুলের মধু সিরিয়ালে পর্ণার ছেলে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

বেশ করেছি প্রেম করেছি স্কুলছাত্রীর চরিত্রে কৌশিকী, বাস্তবে বয়স কত জানেন?( Besh korechhi prem korechhi )

ইতিমধ্যে বেশ করেছি প্রেম করেছি (Besh korechhi prem korechhi) প্রমো সাড়া ফেলেছে দর্শকের মনে। এই সিরিয়ালেদেখা যাবে স্কুলের প্রেমে পড়ার মিষ্টি মুহূর্ত গুলোকে। এই সিরিয়ালের নায়ক-নায়িকা অর্থাৎ ‘জুঁই’ আর ‘স্বয়ম’ দুজনেই দ্বাদশ শ্রেণির পড়ুয়া।

Besh korechhi prem korechhi Kaushiki plays the role of a school girl in serial, do you know how old she is in reality

আরও পড়ুন: পিরিয়ডের সময় মুড সুইং কমাতে রাখুন ডায়েটে এই ৬ সুপারফুড, চিকিৎসকদের পরামর্শ

যেখানে বড়লোক বাড়ির মেয়ে জুঁই, ছটফটে, প্রাণবন্ত, মিষ্টি। প্রথম দেখাতেই জুঁইকে ভালোবেসে ফেলে স্বয়ম। তবে এই প্রেমকাহিনির খলনায়ক হলেন ভরত কল, যিনি জুঁইয়ের বাবা-র চরিত্রে। তাছাড়া এই ধারাবাহিকে কৌশিকী পাল ওরফে জুঁই ক্লাস টুয়েলভ এর ছাত্রী। অর্থাৎ যার বয়স ১৭ এর আশেপাশে ঘোরাঘুরি করছে। বাস্তবে নায়িকার আসল বয়স জানলে অবাক হবেন আপনি। যদি এখনো পর্যন্ত নায়িকার জন্মসাল না জানা গেলেও, জানা গিয়েছে গত বছর গ্রাজুয়েশন পাস করেছেন কৌশিকী। অর্থাৎ তার বাস্তবে বয়স ২২ বছরে আশেপাশে ঘোরাঘুরি করছে। এছাড়াও এর আগে তাকে গীতা এলএলবির অন্যতম জনপ্রিয় ম্যাহেকের চরিত্রে দেখা গিয়েছিল।

এছাড়া পদ্মার জুঁই বাস্তবের কৌশিকীর থেকে কতটা আলাদা, সেই বিষয়ে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎ দিতে গিয়ে নায়িকা জানিয়েছেন। ‘কৌশিকী আর জুঁই বাস্তবে বেশ আলাদা। পর্দায় (Besh korechhi prem korechhi) সে ধনী পরিবারের মেয়ে। ছটফটে, চনমনে, একটু জেদি, দুরন্ত। কৌশিকী তো গত বছর স্নাতক হয়েছে। তাই সে অনেক পরিণত। কম কথা বলে।’

এমনকি স্কুল জীবনে তিনি প্রেম করেছেন সেই বিষয়েও অকপটে স্বীকার করেছেন। তবে বর্তমান সময়ে তিনি সিঙ্গেল। কিন্তু এই ধারাবাহিক প্রচারের পর থেকে দর্শকের মনে যে তিনি জায়গা করে নিয়েছেন, যা বুঝতে আর সময় লাগছেনা। তিনি এখন এই ধারাবাহিক সম্প্রচার হবার জন্য অপেক্ষায় রয়েছেন।