বাংলাহান্ট ডেস্ক : ঠিক আগের দিন এসআইআর (SIR) আবহে বড় কাণ্ড ঘটাল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে সিইও দফতরে কোন কোন নথি গ্রাহ্য হবে। আর এবার প্রামাণ্য নথির তালিকায় সিএএ সার্টিফিকেটকেও যুক্ত করল কমিশন। মতুয়াদের বড়সড় স্বস্তি দিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, গ্রাহ্য করা হবে সিএএ সার্টিফিকেট। তবে সেক্ষেত্রে নতুন করে ফর্ম ৬ পূরণ করে আবেদন করতে হবে। উল্লেখ্য, এর আগে যে নথির তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে উল্লেখ ছিল না সিএএ সার্টিফিকেটের।
আজ থেকে শুরু এসআইআর (SIR) শুনানি
জানা যাচ্ছে, খসড়া তালিকায় নাম না থাকলেও আবেদন করা যাবে ফর্ম ৬ এর। পরবর্তীতে যে চূড়ান্ত তালিকা বেরোবে সেখানেই যুক্ত করা হবে নাম। সেই সঙ্গে কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নাগরিকত্বের সার্টিফিকেটে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তাই ম্যাপিংয়ের ক্ষেত্রে এই লিঙ্কটিই দেওয়া যাবে।

মতুয়াদের জন্য বড় ঘোষণা: এ বিষয়ে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, নির্বাচন কমিশন বলছে সার্টিফিকেট গ্রাহ্য হবে। কিন্তু আধার কার্ডকে কেন মানছে না? পালটা বিজেপির বক্তব্য, ৭০ হাজার মানুষ ইতিমধ্যে সিএএ তে আবেদন করেছেন। তাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে। ভোটার তালিকায় নাম থাকবে তাদের।
আরও পড়ুন : লম্বা ছুটির অভাব? কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ডে ট্রিপে ঘুরে আসুন এই জায়গা থেকে
নাগরিকত্ব নিয়ে ছিল ধন্দ: উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নাগরিকত্বের জন্য আবেদন করলেই ভোটার তালিকায় নাম থাকবে না। তাই নাগরিকত্বের সার্টিফিকেট পেলেও তা শুনানিতে গ্রাহ্য হবে কিনা তা নিয়ে ছিল ধন্দ। অবশেষে কাটল সেই ধোঁয়াশা।
আরও পড়ুন : হবে নরম, একদম তুলতুলে! বাড়িতেই বানান একদম পারফেক্ট মালপোয়া, রইল রেসিপি
প্রসঙ্গত, শনিবার থেকে শুরু হওয়া শুনানি প্রক্রিয়ায় প্রথম দফায় প্রায় ৩২ লক্ষ নো ম্যাপিং ভোটারকে ডাকা হবে। শুনানির জন্য রাজ্যজুড়ে ৩২৩৪ টি এবং প্রতি বিধানসভা এলাকায় গড়ে ১১ টি করে শুনানি কেন্দ্র থাকছে। সিইও দফতর সূত্রে খবর, শহরের বিভিন্ন সরকারি দফতর, কলেজ ভবনে হবে শুনানি। জেলাগুলিতে বিডিও অফিস থেকে ব্লক স্তরে সযকারি অফিসগুলিতে হবে শুনানি।












