‘এটা তো আমাদেরই ঘর…’! সন্দেশখালির ‘আসল ঘটনা’ ফাঁস করলেন BJP-র গঙ্গাধরের স্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার তৃণমূল কংগ্রেস দলের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটি ভিডিও (Sandeshkhali Sting Video) পোস্ট করে। সেখানে সন্দেশখালির ২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, এখানে মহিলাদের ধর্ষণ হয়নি। সবটাই সাজানো! এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। তবে গঙ্গাধর দাবি করেন, তৃণমূল তরফ থেকে শেয়ার করা ভিডিও সম্পূর্ণ চক্রান্ত। তবে গঙ্গাধরের স্ত্রী (Gangadhar Kayal Wife) বিমলা আবার বললেন, ভিডিওয় যে ঘর দেখা যাচ্ছে সেটা তাঁদের!

এদিন টিভি ৯ বাংলার এক প্রতিনিধিকে বিমলা (Bimala Kayal) বলেন, ‘এটা তো আমাদেরই ঘর। এই চেয়ারেই বসে আছে ছবিতে দেখেছি’। পরমুহূর্তেই আবার তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ এনে গঙ্গাধর-পত্নী বলেন, ‘এসব তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র। পরিকল্পনা করে ফাঁসানোর জন্য এমন চক্রান্ত করা হয়েছে’।

অন্যদিকে গঙ্গাধরের ছেলে আবার জানান, তাঁদের নিরাপত্তার সমস্যা হচ্ছে। তিনি বলেন, ‘বাবার ছবির ওপর মাস্টার এডিট করা হয়েছিল। মুখের কথাগুলোও সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমি চাই আসল সত্যি সবার সামনে আসুক। সিবিআই দফতরে অভিযোগ করতে গিয়েছে বাবা’।

আরও পড়ুনঃ যোগ্যদের চাকরি ফেরাতে বিরাট পদক্ষেপ! কালই খুলবে কপাল? সুপ্রিম কোর্টে তথ্য পেশ করবে SSC!

এদিকে গতকাল ভিডিও শেয়ারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি কাণ্ড নিয়ে সরব হন। তৃণমূল নেত্রী বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। তবে এবার আসল কথা বেরিয়ে এসেছে। অনেকদিন ধরেই আমি আপনাদের বলেছিলাম এটা পরিকল্পনা। বিজেপির তৈরি করা একটা নাটক’।

অন্যদিকে গঙ্গাধরের (Gangadhar Kayal) দাবি, উন্নত প্রযুক্তির মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। তাঁকে, বিজেপিকে এবং সন্দেশখালিতে আন্দোলনরত মা-বোনেদের কালিমালিপ্ত করার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি। ইতিমধ্যেই ইমেল মারফৎ সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন বিজেপি নেতা। সেই অভিযোগপত্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের নাম রয়েছে বলে খবর।

Sandeshkhali sting video

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘এমন কিছু হয়েছে বলে আমার মনে হয় না। তদন্ত হোক। তৃণমূল কংগ্রেস প্রলোভিত করে এমন কিছু করেছে কিনা সেটা দেখছি। দল তদন্ত করবে না, পুলিশ তদন্ত করুক। আসল সত্যি ভাইরে আসবে। আমার মনে হচ্ছে সন্দেশখালি থেকে চোখ ঘোরাতেই তৃণমূল কাউন্টার স্ট্র্যাটেজি নিয়েছে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর