বাংলা হান্ট ডেস্ক: খেলার জগতে তাঁরা হলেন উজ্জ্বল নক্ষত্র। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসে তাঁদের দু’জনেরই দাম্পত্য জীবন সুখের হয়নি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami) এবং ভারতের প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) বিষয়েই বলছি। ২০১০ সালে সানিয়ার বিবাহ সম্পন্ন হয় পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) সাথে। এমতাবস্থায়, পাকিস্তানের মতো দেশে বিবাহ করার জন্য সানিয়াকে তুমুল কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। যদিও, সমস্ত কিছুকে ভালোভাবে সামলেই বৈবাহিক জীবন শুরু করেছিলেন তাঁরা।
পাশাপাশি, এই দম্পতি থাকতেন দুবাইতে। ২০১৮ সালে পুত্র ইজহানের জন্ম দেন সানিয়া। যদিও, বিগত দু’বছর ধরে শোয়েব-সানিয়ার সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। এমতাবস্থায়, শোয়েবের সাথে দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন সানিয়া। শুধু তাই নয়, গত জানুয়ারিতে বিচ্ছেদের বিষয়ে জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী সানার হাত ধরেছিলেন শোয়েব।
এদিকে, ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির সাথে তাঁর স্ত্রী হাসিন জাহানের ডিভোর্স মামলা দীর্ঘদিন ধরে আলিপুর আদালতে ঝুলে রয়েছে। মূলত, শামির নামে গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনেছেন হাসিন। এমতাবস্থায়, সানিয়া-শোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নতুন একটি গুঞ্জন শুরু হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল যে, শামি ও সানিয়া এবার নাকি শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এমনকি, এই সংক্রান্ত পোস্টও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। আর তারপর থেকেই এই বিষয়টির পরিপ্রেক্ষিতে অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা।
আরও পড়ুন: তিব্বত নিয়ে চিনকে প্রত্যাঘাত আমেরিকার! ক্ষততে এবার নুন ছেটাল ভারতও, ছটফট করছে বেজিং
যদিও, এহেন দাবি উঠলেও বাস্তবে কিন্তু পরস্পরকে চেনেন পর্যন্ত না সানিয়া ও শামি। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ওঠা এহেন দাবির পরিপ্রেক্ষিতে কার্যত ক্ষুব্ধ হয়েছে সানিয়ার পরিবার। শুধু তাই নয়, এনডিটিভি-কে সানিয়ার বাবা ইমরান মির্জা স্পষ্ট জানিয়েছেন যে, “এই দাবিগুলি একদম ভুয়ো। আজ পর্যন্ত সানিয়া শামির কখনও সঙ্গে দেখা পর্যন্ত করেনি।” জানিয়ে রাখি যে, সানিয়া-শোয়েবের একমাত্র সন্তান ইজহানের কাস্টডি রয়েছে সানিয়ার কাছে। বর্তমানে ছেলে ইজহানই তাঁর ধ্যান-জ্ঞান।
সপ্তাহখানেক আগেই সোশ্যাল মিডিয়া পোস্টে সানিয়া জানিয়েছিলেন যে, তিনি পবিত্র হজযাত্রার সুযোগ পেয়েছেন। সেখানে সানিয়া জানান, “আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে আমি চাই। আমার হৃদয় যেন আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে।” উল্লেখ্য যে, আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানালেও সানিয়া কিন্তু টেনিস থেকে দূরে নেই। বর্তমানে সোনি স্পোর্টস নেটওয়ার্কে ফ্রেঞ্চ ওপেন-এর “পণ্ডিত” হিসেবে তাঁর দেখা মিলছে। অপরদিকে, মহম্মদ শামি চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন। T20 বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। এমতাবস্থায়, ফের বল হাতে তাঁর মাঠে প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন শামির অনুরাগীরা।