তৈরি হল নজির! এবার “অল টাইম হাই”-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, চমকে দেবে পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আবারও সর্বকালের সর্বোচ্চ তথা “অল টাইম হাই”-তে পৌঁছেছে। যেটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রেকর্ড। জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমাগত বাড়ছে।

“অল টাইম হাই”-তে পৌঁছল ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, গত ৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে, ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৫.২৫ বিলিয়ন ডলারের বিশাল লাফ দিয়ে ৬৮৯.২৩ বিলিয়ন ডলারের নতুন রেকর্ড স্তরে পৌঁছেছে।

   

India foreign exchange reserves reached an "all-time high".

উল্লেখ্য যে, গত সপ্তাহেও ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডার “অল টাইম হাই” পর্যায়ে পৌঁছেছিল। গত ৩০ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.২৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬৮৩.৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এদিকে, তার আগে অর্থাৎ গত ২৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে, দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বিশাল ৭.০২৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬৮১.৬৮৮ বিলিয়ন ডলারে পৌঁছে যায়।

আরও পড়ুন: “জেগে আছো?” রাত আড়াইটায় মেসেজ করে পীযূষকে কি বলেছিলেন রোহিত? জানলে আপনিও করবেন প্রশংসা

বৈদেশিক মুদ্রার সম্পদও বেড়েছে ৫.১১ বিলিয়ন ডলার: শুক্রবার RBI দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত বৈদেশিক মুদ্রা সম্পদ। যেটি গত ৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে ৫.১১ বিলিয়ন ডলার বেড়ে ৬০৪.১৪ বিলিয়ন ডলার হয়েছে। ডলারের পরিভাষায় বিদেশি মুদ্রার সম্পদের মধ্যে রয়েছে ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন মুদ্রার গতিবিধির প্রভাব।

আরও পড়ুন: বিশ্বে এই প্রথম! ১ বিলিয়ন ফলোয়ারের নজির গড়লেন রোনাল্ডো, অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

IMF-এর কাছে ভাণ্ডার বেড়েছে ৪.৬৩ বিলিয়ন ডলার: এদিকে, এই সময়ের মধ্যে, ভারতের (India) গোল্ড রিজার্ভের ভ্যালু ১২.৯ কোটি ডলার বেড়ে ৬১.৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর পাশাপাশি Special Drawing Rights (SDR) ৪ মিলিয়ন ডলার বেড়ে ১৮.৪৭ বিলিয়ন ডলার হয়েছে। এদিকে, গত ৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে ভারতের ভাণ্ডার ৯ মিলিয়ন বেড়ে ৪.৬৩ বিলিয়ন ডলার হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর