কাঞ্চনের ওপর রাগের বহিঃপ্রকাশ! মমতাকে কটাক্ষ করতেই,তুলোধোনা পিঙ্কিকে

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডের শুরু থেকেই  প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। সম্পর্কে যিনি তৃণমূলের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) প্রাক্তন স্ত্রী। ৯ই আগস্ট কলকাতার বুকে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) পর থেকেই একাধিকবার আন্দোলনে পথে নেমেছেন পিঙ্কি (Pinky Banerjee)।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিপাকে পিংকি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)

১৪ ই আগস্ট মেয়েদের রাত দখলেও ১১ বছরের ছেলেকে নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে (Pinky Banerjee)। এই ঘটনার শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় নানান বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে পিংকিকে। প্রসঙ্গত নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের শুরু থেকেই দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ।

দীর্ঘ প্রায় ৪০  দিনের আন্দোলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোমবার রাতেই মেনে নিয়েছেন সেই দাবি। ইতিমধ্যেই সিপির পদ থেকে অপসারণ করা হয়েছে বিনীত গোয়েলকে। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে নিয়েছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে বেশ মজার ছলেই লেখা রয়েছে, “ছোটবেলায় আমরা বেশ বলতাম ‘পাখি পাকা পেঁপে খায়’, কিংবা ‘জলে চুন তাজা,তেলে চুল তাজা’।  সেসব এখন অতীত। বাজারে এলো নতুন টাং-টুইস্টার ‘সিপি ছাড়া পিসি, যেন ছিপি হারা শিশি’। সবাই বলার চেষ্টা করুন।”

আরও পড়ুন : বিবাহ বিচ্ছেদের ৫ বছর পর মধুমিতার সিঁথিতে সিঁদুর! চুপি চুপি বিয়ে সারলেন? উঠছে প্রশ্ন

এই পোস্ট শেয়ার করে পিঙ্কি নিজে কোন ক্যাপশন না লিখলেও, সোশ্যাল মিডিয়ায় এই মিম নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদল নেটিজেন  পিংকির এই মিম দেখে মজা লুটলেও আরেক দলের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী নিজেই। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে কটাক্ষ করায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পিংকিকে তুলোধোনা করেছেন।

কমেন্ট সেকশনে কেউ পিংকির উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার হাসবেন্ড আপনাকে ছেড়ে গেলো এবং তিনি দিদির দল করে বলে আপনি দিদি কে অসন্মান করছেন? হতাশার বহিঃপ্রকাশ আপনার। মনে রাখবেন দিদিও একজন নারী।’ আরও একজন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘না, সবাই বলবে না… কারণ জানে.. আপনারা বিচার চাইতে গিয়ে… কোন আন্দোলন আর কোন দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছেন। আগে এক কাজ করুন।। আপনার প্রাক্তন এর কাছে গিয়ে ওনার মাথার ঠিক করেন।। কারণ উনি দলটা-কে নষ্ট করে দিচ্ছেন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর