করিনাই ‘গুরু মা’, ব্রেকআপের কষ্ট ভুলতে বেবোর অব্যর্থ ‘টোটকা’ই মেনে ছিলেন অনন্যা

বাংলাহান্ট ডেস্ক : অনন্যা পাণ্ডে (Ananya Pandey) বলিউডের তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম। অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মহলে ততটা প্রভাব ফেলতে না পারলেও অনন্যার (Ananya Pandey) জনপ্রিয়তা কিন্তু কম নয়। বিশেষ করে বলিউডের অন্দরে যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। প্রায়ই নতুন নতুন সম্পর্কে জড়াতে দেখা যায় চাঙ্কি পাণ্ডে কন্যাকে। মাঝে বেশ কিছুদিন আদিত্য রয় কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা (Ananya Pandey)। সরাসরি কেউ প্রেমের কথা স্বীকার না করলেও বিষয়টা লোকানো ছিল না কারোর কাছেই।

সম্পর্ক ভেঙেছে অনন্যার (Ananya Pandey)

তবে অচিরেই সেই সম্পর্কের ইতি ঘটে। প্রকাশ্যে আসে গত মে মাসেই নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে অনন্যা (Ananya Pandey) এবং আদিত্যর। প্রেম ভাঙার পর নিজেকে কীভাবে সামলেছিলেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে বলতে গিয়ে করিনা কাপুর খানের প্রসঙ্গ তোলেন অনন্যা (Ananya Pandey)। করিনার দেখানো পথে হেঁটেই নাকি বিচ্ছেদ বেদনা ভুলতে সক্ষম হয়েছেন অনন্যা (Ananya Pandey)।

আরো পড়ুন : টলিউডের অমিতাভ-রেখা দেব শুভশ্রী? প্রাক্তনকে নিয়ে প্রশ্নের গুগলিতে হোঁচট খেলেন অভিনেতা

কীভাবে বিচ্ছেদ বেদনা ভোলেন নায়িকা

আসন্ন ছবি ‘সিএনটিআরএল’ এর প্রচারে অনন্যা (Ananya Pandey) জানান, ‘জব উই মেট’ এর গীতের মতোই তিনিও তাঁর প্রাক্তন প্রেমিকের ছবি পুড়িয়ে দিয়েছিলেন। অনন্যা (Ananya Pandey) বলেন, একটা মানুষ বিচ্ছেদের পর এগুলি করতে বাধ্য হয়। কারণ তাঁর কাছে আর কিছুই করার থাকে না। তবে তিনি বলেন, এটা মেনে নিতে হয় যে কোনো কিছুই স্থায়ী নয়। মনকে আরো শক্ত করতে বাধ্য করতে হয়। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকেই কিছু না কিছু উপায় বের করতে হয়।

আরো পড়ুন : খোদ মুখ্যমন্ত্রীর থেকে বিশেষ পুজো উপহার, আহ্লাদে ডগমগ সৌমিতৃষা, কী পেলেন মিঠাই রানী?

করিনার পথেই হাঁটেন অনন্যা

অনন্যার (Ananya Pandey) ছবির পরিচালক বিক্রম মোতওয়ানে বলেন, বিচ্ছেদের মুখোমুখি হওয়ার একমাত্র সমাধান, হয় কারোর সঙ্গে কথা বলতে হবে, আর নয়তো ছবি জ্বালিয়ে দিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। এরপরেই অনন্যা (Ananya Pandey) বলে ওঠেন, তিনিও সেটাই করেছিলেন। তবে তিনি একা নন, পৃথিবীতে আরো অনেকেই এমনটা করেছেন বলে মনে করেন অভিনেত্রী।

Ananya Pandey

ফিল্ম জগতে খুব বেশিদিন আগে পা না রাখলেও ইতিমধ্যেই একাধিক নায়কের সঙ্গে নাম জড়িয়েছে অনন্যার। ঈশান খট্টরের পর মাঝে শোনা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর। গুঞ্জন ছড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে নিয়েও। শেষমেষ আদিত্যর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিচ্ছেদও হয়ে গিয়েছে অনন্যার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর