বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই নভেম্বরের মাঝামাঝিতে তাপমাত্রা বেশ নামতে শুরু করেছে রাজ্যে। হুড়মুড়িয়ে নামছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা। রবিবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৯ ডিগ্রিতে। তাহলে কি নভেম্বরের হাড় কাঁপানো শীত পড়বে? কি বলছে আবহাওয়া দপ্তর?
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ থেকেই আরও তাপমাত্রা নামতে পারে। আগামী দুই দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। এবারে উত্তুরে হাওয়া জাঁকিয়ে বসতে শুরু করেছে গোটা রাজ্যেই। ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমেছে। আগামী কিছুদিন মনোরম আবহাওয়া থাকবে শহরে।
আবহাওয়া দপ্তরের আপডেট, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। গত কয়েকদিনেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রার ১২ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতেও (Kolkata) শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। সকাল এবং রাতে শিরশিরানি বাড়বে।
আরও পড়ুন: মৃতদেহ থেকে উধাও চোখ, ইঁদুরের ওপর দোষ চাপালেন চিকিৎসকেরা, কেলেঙ্কারি এই সরকারি হাসপাতালে
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং কুয়াশায় আছন্ন থাকছে সকাল ও রাতের দিকে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও তাপমাত্রা নামার সম্ভাবনা। আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা।