খাকি উর্দিতে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে হাজির পুলিশ আধিকারিক! ভিডিও পোস্ট করে আক্রমণ সৌমিত্র খাঁ-র

বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজনৈতিক মঞ্চে পুলিশ অফিসারের (Police) উপস্থিতি ঘিরে তুমুল বিতর্ক। চলছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অনুষ্ঠান। মঞ্চে তৃণমূলের একাধিক নেতৃত্ব৷ সেখানেই উপস্থিত আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন। আর তাকে সংবর্ধনা দেওয়ার সময় দেখা যাচ্ছে উর্দিধারী এক পুলিশ আধিকারিক খোশ মেজাজে হাততালি দিচ্ছেন। কিভাবে শাসক দলের অনুষ্ঠানে খাকি পোশাকে হাজির পুলিশ আধিকারিক? এই নিয়েই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

গোটা ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য পুলিশ ও শাসকদলকে একহাত নিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিন সমাজ মাধ্যমে গোটা ঘটনার কয়েক সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করে সৌমিত্র খাঁ লিখেছেন, ‘বেঙ্গল পুলিশের আরো এক নিদান। এবার তৃণমূল কংগ্রেস আউশগ্রাম 2 ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা যাচ্ছে এবং কুখ্যাত তৃণমূল নেতা শেইখ লালনকে সংবর্ধিত করার সময় হাততালি দিচ্ছে।’

সাংসদের স্পষ্ট প্রশ্ন, ‘বাংলার মানুষ কেমন করে এমন ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকের মধ্যে পার্থক্য নেই। পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি বাংলার মানুষের কোনো আস্থা নেই।’ এখানেই শেষ নয়, তৃণমূল জমানায় পুলিশ কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পাদদেশে পরিণত হয়েছে বলে জোর আক্রমণ শানিয়েছেন গেরুয়া বিধায়ক।

tmc

আরও পড়ুন: অভিষেক-কন্যা মামলায় এবার সুপ্রিম কোর্টে গেল সাত নাম! আর কিছুক্ষণেই এসপার ওসপার?

প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়, এর আগেও বহুবার শাসকদলের একাধিক অনুষ্ঠানে উর্দি পরে হাজির হয়েছে বিতর্কের শিরোনামে বড়সড় জায়গা করে নিয়েছে রাজ্য পুলিশ। আর এবারেও সেই একই ঘটনা। তাহলে কি পুলিশ ও তৃণমূল একে অন্যের পরিপূরক? প্রশ্ন উঠছে। সমাজমাধ্যমে সৌমিত্র খাঁ-এর পোস্ট করা ভিডিও-র কমেন্টে কেউ লিখেছেন, ‘বাংলার পুলিশ বাংলার লজ্জা ‘, কেউ বা আবার তোপ দেগে লিখেছেন ‘পুলিশ তুমি এবার তৃণমূলের ঝান্ডা ধর’। সবমিলিয়ে গোটা ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর