বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh) সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্কে সমীকরণ অজানা নয় কারও কাছেই। এবার আরও একবার চর্চায় শুভেন্দু অধিকারীকে নিয়ে করা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য। এই মুহূর্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে রাজ্য-জুড়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।
শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)
এরই মধ্যে এবার শুভেন্দু অধিকারীর গড়ে বসেই তাঁকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পূর্ব মেদিনীপুরের এগরায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি তিনি বলেন, ‘কে কাকে রাস্তায় নেমে আন্দোলন করতে বারণ করেছে?
প্রসঙ্গত সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন সংগঠনকে চাঙ্গা করতে গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। শুভেন্দু এই মন্তব্যের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ এদিন বলেছেন, ‘কে না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্যপদ সংগ্রহ চলবে। সব কিছু পার্টি একসঙ্গে করতেই থাকবে। ভারতীয় জনতা পার্টিই একমাত্র সারা বছর সংগঠনের কাজ করে। বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে।’
আরও পড়ুন: RG Kar কান্ডে সরব হওয়ার শাস্তি? প্ৰাক্তন তৃণমূল সাংসদ শান্তনুর সাথে এবার যা হল…শোরগোল
প্রসঙ্গত এদিন তৃণমূলের কর্মী সমিতির বৈঠক ছিল। এই বৈঠক প্রসঙ্গে তৃণমূলকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওটা একটা কোম্পানি। কোম্পানির মালিকের হাতেই রাশ থাকবে। আর উনি ঠিক করবেন কোন কর্মচারী কোথায় যাবে। এই নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না। এটাই আছে, এটাই থাকবে। যতদিন দল থাকবে, এরকমই থাকবে।’
অন্যদিকে শুভেন্দু অধিকারীর রাজ্য বিজেপির অধিকারীকে রাজ্য বিজেপির সভাপতি করার দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। তাদের মধ্যে অন্যতম প্রবীণ নেতা তথাগত রায়। রয়েছেন নবীন নেত্রী অগ্নিমিত্র পালও। সকলেরই গলাতেই এদিন একটাই সুর, দাবি তৃণমূলের বিরুদ্ধে জয়লাভ করতে গেলে রাজ্যে শুভেন্দু অধিকারীর মতোই লড়াকু মানসিকতার নেতৃত্বের প্রয়োজন।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…