বাংলাহান্ট ডেস্ক : সলমন খানকে (Salman Khan) নিয়ে নানান রকম কথা প্রচলিত রয়েছে বলিউডে। কেউ বলেন, তাঁর মতো নাকি মানুষই হয় না। সোনা দিয়ে মোড়া তাঁর হৃদয়। আরেক পক্ষ আবার বলে, সলমনের মতো রগচটা অভিনেতা নাকি আর দুটো নেই ইন্ডাস্ট্রিতে। এই প্রমাণ অবশ্য বহুবার পাওয়া গিয়েছে। একাধিক অভিনেতা, গায়কের জীবনও ধ্বংস করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি মিঠুন চক্রবর্তী পুত্র নমশি চক্রবর্তীর উপরেও নাকি ক্ষেপে গিয়েছিলেন সলমন (Salman Khan)! কিন্তু কেন?
সলমনের (Salman Khan) রোষে পড়েন নমশি
এ অবশ্য বেশিদিন আগের ঘটনা নয়। বছর খানেক আগে ‘ব্যাড বয়’ ছবির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন মিঠুনের ছোট ছেলে নমশি। সেই ছবির শুটিংয়ের সময়কারই ঘটনা। নমশি সবে শেষ করেছেন শুট। আর পাশের সেটেই চলছিল সলমনের (Salman Khan) ‘রাধে’ ছবির শুটিং। নমশি ঠিক করেন, পাশের সেটে গিয়ে ভাইজানের সঙ্গে দেখা করবেন।
কড়া ভাষায় শাসিয়েছিলেন ভাইজান: যেমন ভাবা তেমন কাজ। রাধের শুটিংয়ে গিয়ে সলমনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই ঘটে বিষ্ফোরণ! মেজাজ হারিয়ে তীব্র ভাষায় নমশিকে আক্রমণ করে বসেন তিনি। তারপরেই তাঁকে বুকে টেনে নেন সলমন (Salman Khan)। হতভম্ব নমশিকে তিনি স্পষ্ট বলেন, ‘এমন কাজ আর কখনো কোরো না। আর কোনোদিন যদি এই কাজ করো, বিশেষ করে দিশা পাটানির সামনে, তাহলে তোমাকে সেট থেকে ছুঁড়ে ফেলে দেব’। , বিশেষ করে দিশা পাটানির সামনে, তাহলে তোমাকে সেট থেকে ছুঁড়ে ফেলে দেব’।
আরো পড়ুন : টানাপোড়েনের মাঝেই ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! কোস্ট গার্ড আটক করল ৭৮ জন বাংলাদেশিকে
এই কাজ না পসন্দ সলমনের: নমশি বলেন, সলমনের (Salman Khan) পা ছোঁয়া যাবে না, এটাই নিয়ম। আসলে ইন্ডাস্ট্রিতে অনেকেই জানেন, বয়স তোলাটা মোটেই পছন্দ করেন না সলমন (Salman Khan)। বয়স বাড়ছে ঠিকই, কিন্তু কেউ সেই প্রসঙ্গ উত্থাপন করুক বা তাঁকে বুঝিয়ে দিক যে তাঁর বয়স হয়েছে, এটা তিনি পছন্দ করেন না। তাই ছোটদের থেকে প্রণাম নেওয়াও তাঁর পছন্দ নয়।
আরো পড়ুন : ভারতের সাথে বিরোধিতা করে ভাঁড়ে মা ভবানী! এবার এই দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ছে বাংলাদেশ
নমশির আগে একই ভুল করে বকা খেয়েছিলেন বরুণ ধাওয়ানও। তরুণ প্রজন্মের অভিনেতা বরুণ বাবা ডেভিড ধাওয়ানের সঙ্গে কাজ করতে দেখেছেন সলমন কে। তাই তিনি ছোট থেকে অভিনেতাকে ‘আঙ্কেল’ বলে ডাকতেন। বড় হয়েও একবার সলমনকে ‘আঙ্কেল’ বলে ফেলতেই তিনি চড় মারতে আসেন বরুণকে। তারপর বলেন, তাঁকে আর সবার মতো ‘ভাই’ বলে ডাকতে।