মহাসমারোহে সম্পন্ন হল “BRANDS OF BENGAL”, বাংলার সফল সংস্থাগুলিকে বিশেষ সম্মান TV9 বাংলার

বাংলাহান্ট ডেস্ক : এগিয়ে চলেছে বাংলা। আর এই বাংলায় ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষ নজির গড়েছেন, তাদেরকেই এবার বিশেষ সম্মান জানানো হল। যে সংবাদমাধ্যম বাংলার বিশিষ্ট ব্যবসায়ীদেরকে সম্মানিত করল, তার নাম TV9 বাংলা (TV9 Bangla)। দিনকয়েক আগেই TV9 বাংলা (TV9 Bangla) ‘ব্র্যান্ডস্ অফ বেঙ্গল, থার্ড সিজন’ শীর্ষক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলার (West Bengal) বেশ কয়েকজন নামজাদা ব্যবসায়ী (Business Person)।

TV9 বাংলা (TV9 Bangla) আয়োজিত ‘ব্র্যান্ডস্ অফ বেঙ্গল, থার্ড সিজন’ শীর্ষক অনুষ্ঠান

সেই তালিকায় বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন এমডি, সিইও চন্দ্রশেখর ঘোষ থেকে শুরু করে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী, অ্যাসোচ্যামের সিনিয়র ডিরেক্টর পারমিন্দর কৌর এবং মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায়ের মত বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার ১৩২ জনের তালিকা তৈরি করল CBI! কাদের নাম রয়েছে?

বিভিন্ন ব্যবসায়িক (Business) ক্ষেত্রে যারা ইতিমধ্যেই নিজেদের দক্ষতায় সমাজে একটি ছাপ ফেলেছেন এবং বলা বাহুল্য যারা নিজেরাই প্রাণপণ লড়াই করে সফল হয়েছেন, এদিন তারাই TV9 বাংলার (TV9 Bangla) এই অনুষ্ঠানে নিজেদের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি, তিনটি বিষয় নিয়ে আলোচনাও (প্যানেল ডিসকাশন) করা হয়। সেগুলি হল- ‘উদ্ভাবনের শিক্ষাই সাফল্যের চাবিকাঠি?’, ‘বাংলায় বাণিজ্য ও সম্ভাবনা’ এবং ‘বাংলার স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থার ভবিষ্যৎ’। সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারাও। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল। আগামী ৯ মার্চ অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন : বন্ধ হবেই? হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ! এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

সেদিনের অনুষ্ঠানে যাদেরকে বিশেষ সম্মান জানানো হয়, সেই তালিকাটা একবার দেখে নেওয়া যাক: 

Excellence in Gold and Diamond Jewellery – Anjali Jewellers

Excellence in Advance Eye Care – Asmi Save the Sight Foundation

Excellence in Financial Inclusion and Sustainable Urban Co-Operative Banking – Samata Co-Operative Development Bank

Excellence in Eco-Friendly Residential Project – Sree Balaji

Excellence in Job Oriented Skill Based IT Education – Desun Academy

Excellence in Radiology – Vijaya Diagnostic Centre

Excellence in Higher Education and Research – Sister Nivedita University

Excellence in Hotel, Hospitality and Culinary Arts – Indian Institute of Hotel Management

Excellence in Gastronomical Innovation and Authentic Bengali Cuisine – Bhooter Raja Dilo Bor

Excellence in Diagnostic Technology and Patient Care – Bharati Diagnostic

Excellence in Manufacturing of Homoeopathic Medicine – Dr S C Deb Homoeo Research Laboratory

Excellence in Psychiatry – Dr Partha Pratim De

Excellence in Skin Care and FMCG Category – Jac Olivol Group

Excellence in Placement and Research – JIS Group Educational Initiatives

TV9 Bangla Brands of Bengal.

TV9 বাংলার (TV9 Bangla) সম্পাদক অমৃতাংশু ভট্টাচার্য বলেন, “ব্র্যান্ডস অফ বেঙ্গল এমন একটি উদ্যোগ যার লক্ষ্যই হচ্ছে বাংলার শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা। চন্দ্র শেখর ঘোষ এবং সত্যম রায় চৌধুরীর মতো বিশিষ্ট শিল্পপতিরা এই অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের মূল্যবান বক্তব্য ভাগ করে নিয়েছেন। পাশাপাশি, আগামীকালের উদ্যোক্তাদেরও অনুপ্রাণিত করেলেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, আতিথেয়তা এবং স্বর্ণ শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যবসায়ীরা তাদের নিজ নিজ কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে তাদের সুচিন্তিত মতামত রেখেছেন। সামগ্রিকভাবে, আমি বিশ্বাস করি যে ‘ব্র্যান্ডস অফ বেঙ্গল’ রাজ্যের শিল্প প্রবৃদ্ধির পথ প্রশস্ত করবে।”

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর