ধর্মান্তরিত করে যৌন হেনস্থা, রেল লাইনে ধাক্কা দিয়ে খুন! লাভ জিহাদের ভয়ঙ্কর পরিণতি উত্তরপ্রদেশে

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলি থেকে উঠে আসছে এক পরিকল্পনামাফিক নৃশংস খুনের ঘটনা। সেখানে এক ছাত্রীকে প্রথমে যৌন হেনস্থা করা হয় তারপর খুন করা হয়। তবে তার আগে তার ধর্ম পরবর্তন করেছিল অভিযুক্ত আসামী ফরিয়াদ হুসেন। কলেজ যাওযার পথে ছাত্রীকে অপহরণ করে খুন করে উত্তরপ্রদেশের বরেলির ওই যুবক। পরে তার লাশ উদ্ধার হয় রেললাইন থেকে।

যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটে সে কলেজ যাচ্ছিল এবং তখনই আসামী ফরিয়াদ হুসেন মেয়েটিকে জোরজবরদস্তি করে বাইকে চাপায়। তারপর তাকে রেললাইনে ফেলে খুন করে। রেললাইন থেকে উদ্ধার করা হয় নির্যাতিতার দ্বিখণ্ডিত দেহ। ঘটনা সামনে আসতে নিকটবর্তী থানাতে গিয়ে পুলিশে অভিয়োগ করে মেয়েটির পরিবার।

পরিবারের তরফে দায়ের করা অভিযোগের কারণেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃত ফরিয়াদ হুসেনের ওপর অভিযোগ, ছাত্রীকে লাগাতার উত্যক্ত করে যেত সে। উল্লেখ্য, নির্যাতিতা ছাত্রী নয়া বস্তি এলাকার ফতেগঞ্জ পূর্ব থানা এলাকার বাসিন্দা। বছর ১৫’র ছাত্রীকে বহুদিন ধরেই উত্যক্ত করতো ফরিয়াদ। তাকে উদ্দেশ্য করে ধাওয়া করতো প্রতিদিনই। পরে জানা যায় অভিযুক্ত ফরিয়াদ তার ধর্ম পরিবর্তন করে দিয়েছে।

আরও পড়ুন:স্যাম পিত্রোদায় রক্ষে নেই দোসর মণিশঙ্কর! প্রবীণ নেতার পাকিস্তান প্রীতি উথলে উঠতেই বিপাকে কংগ্রেস

তবে ধর্ম পরিবর্তন করেই ক্ষান্ত হয়নি আসামী ফরিয়াদ হুসেন, সে তাকে প্রানেও মেরে ফেলতে চায় বলে জানিয়েছিল হতভাগ্য ছাত্রী। এরপর ৮ মে কলেজের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে বেরোলে তাকে পাকড়াও করে ফরিয়াদ। জোর করে নিয়ে যায় বহগুল নদীর ধারে ব্রিজের উপর। সেরকম প্রথমে তাকে ধর্ষণ করে এবং তারপর ট্রেনের সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়। তখনই দ্রুতগতিতে ট্রেন আসায় শরীর একেবারে দুই টুকরো হয়ে যায় তার।

আরও পড়ুন: ‘আমরা অনুমতি দিইনি’, চিনের গুপ্তচর জাহাজকে নিয়ে উলটো সুর মালদ্বীপের গলায়

এদিকে। বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ আধিকারিক সূত্রে জানা যায় যে, বরেলি থানার ফতেগঞ্জ পূর্ব এবং জনপদ শাগজঙ্ঘাপুরের থানা কটরার স্থানীয় স্টেশন মাস্টার একটি দুই টুকরো হয়ে যাওয়া লাশ উদ্ধার করেন। এরপরই লাশের ময়নাতদন্ত করা হয়। মৃতা ছাত্রীর পরিবারের অভিযোগের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে। মূল আসামী ফরিয়াদ হুসেনকে।।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর